ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:১৪:৩৩ এএম

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে জানালেন ড. ইউনূস

১৮ নভেম্বর, ২০২৪ | ১২:৪২ পিএম

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে জানালেন ড. ইউনূস

ছবি: সংগ্রহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। সরকারের মেয়াদ নিয়ে এখনও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস সম্ভাব্য মেয়াদ নিয়ে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে কিছু ইঙ্গিত দিয়েছেন।

 

 

রোববার (১৭ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৯-এ অংশগ্রহণের সময় আজারবাইজানের রাজধানী বাকুতে আলজাজিরার নিক ক্লার্ককে দেয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, "আমরা স্থায়ী সরকার নই। আমাদের মেয়াদ চার বছরের কম হবে। তবে এটি আরও কম সময় হতে পারে, যা পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক দল ও জনগণের মতামতের ওপর।"

 

 

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কার বাদ দিয়ে যদি নির্বাচন দ্রুত চায়, তবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে। যদিও তিনি চার বছরের সর্বোচ্চ মেয়াদের ইঙ্গিত দিয়েছেন, তার মতে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

 

 

ড. ইউনূস জানান, সরকার শুধু নির্বাচন আয়োজনেই সীমাবদ্ধ নয়; পুরো সরকার ব্যবস্থায় সংস্কারের কাজ চলছে। এর মধ্যে সংবিধান সংশোধন ও বিভিন্ন সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। "বাংলাদেশের জনগণ নতুন কিছু চায়, যা শুধু নির্বাচন নয়; বরং সুশাসনের পুনর্গঠনও এতে অন্তর্ভুক্ত," বলেন তিনি।

 

 

সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে পালিয়ে থাকার প্রসঙ্গও উঠে আসে। ড. ইউনূস অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং তার প্রত্যাবর্তনের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

 

 

সাবেক সরকারের অপশাসনের সমালোচনা করে ড. ইউনূস বলেন, "গত ১৫ বছরে দুর্নীতির কারণে দেশ গভীর সংকটে পড়েছে। প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন সেক্টর বাই সেক্টর পুনর্গঠনের কাজ চলছে। রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমেই এ প্রক্রিয়া এগিয়ে যাবে।"

অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হতে পারে জানালেন ড. ইউনূস