ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:১৩ এএম
অনলাইন সংস্করণ
অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ বাড়ছে
৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:১৩ এএম
![অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ বাড়ছে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/08/20250208091334_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের ব্যাংকিং খাতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে, যা গ্রাহকদের জন্য নতুন চার্জ কাঠামো প্রবর্তন করবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে, যা ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকদের জানানো হয়েছে।
গ্রাহকরা যদি অন্য কোনো ব্যাংকের এটিএম বুথে টাকা উত্তোলন করেন, তবে আগে যেখানে ১৫ টাকা ছিল, সেখানে নতুন নিয়ম অনুযায়ী ৩০ টাকা চার্জ গুণতে হবে। তবে, প্রথম ৫টি লেনদেনের ক্ষেত্রে পূর্বের মতো ১৫ টাকা চার্জই কার্যকর থাকবে।
অন্য ব্যাংকের এটিএম বুথে গ্রাহকরা যদি হিসাবের সংক্ষিপ্ত বিবরণী বা স্থিতি অনুসন্ধান করেন, তবে তাদের ভ্যাটসহ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে। অনলাইনে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তহবিল স্থানান্তরের জন্য গ্রাহকদের সর্বোচ্চ ১০ টাকা চার্জ দিতে হবে। এই চার্জটি ব্যাংকগুলি তাদের গ্রাহকদের থেকে আদায় করতে পারবে।
দেশের অভ্যন্তরে পিওএস (পয়েন্ট অব সেল) ব্যবহার করে নগদ অর্থ উত্তোলনে সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) সার্ভিস চার্জ আদায় করা যাবে। পরিশোধ ও সরকারি পরিষেবার জন্য ২৫ হাজার টাকার মধ্যে লেনদেন প্রতি ২০ টাকা এবং ২৫ হাজার টাকার উপরে লেনদেন প্রতি ৫০ টাকা চার্জ নেয়া যাবে।
এমএফএস (মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস) বা পিএসপি (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার) ওয়ালেট ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে ১% বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ আদায় করা যাবে।
এ নতুন নিয়মের মাধ্যমে, ব্যাংকিং খাতের কিছু লেনদেনের চার্জ বাড়ানো হলেও, কিছু ক্ষেত্রে সাশ্রয়ী বিকল্পও দেখা যাবে। গ্রাহকদের এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন থাকার জন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে যথাযথ প্রচারণা চালানো হবে।
- ট্যাগ সমূহঃ
- অন্য ব্যাংকের
- এটিএম
- টাকা তুলতে
- খরচ বাড়ছে
![অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে খরচ বাড়ছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)