ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৪৪:৫৬ পিএম

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলায় খরচ বাড়ল

৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:২০ পিএম

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলায় খরচ বাড়ল

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি নির্দেশনা জারি করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা উত্তোলনের চার্জ বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে মাসে পাঁচটির বেশি লেনদেন করলে প্রতি লেনদেনে ৩০ টাকা চার্জ দিতে হবে। প্রথম পাঁচটি লেনদেনে আগের মতোই ১৫ টাকা করে কাটবে ব্যাংক।

 

গ্রাহক যদি তার ব্যাংক হিসাবে সংক্ষিপ্ত বিবরণী বা স্থিতি নিতে চান, তবে ভ্যাটসহ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে। খুদে বিবরণী নিতে হলে গ্রাহককে ৫ টাকা এবং তহবিল স্থানান্তরের জন্য ১০ টাকা চার্জ দিতে হবে। পিওএস (পয়েন্ট অব সেল) ব্যবহারে নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে, কার্ড ইস্যুকারী ব্যাংক প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা সার্ভিস চার্জ অ্যাকোয়ারিং ব্যাংকে দেবে।

 


এছাড়া, এনপিএসবির আওতায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ব্যাংকে তহবিল স্থানান্তর করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা সার্ভিস চার্জ আরোপ করা হয়েছে।

 

 

এতে আরও বলা হয়েছে, কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত পরিশোধে সর্বোচ্চ ২০ টাকা এবং এর বেশি পরিশোধে সর্বোচ্চ ৫০ টাকা চার্জ গ্রহণ করা যাবে। এমএফএস বা পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেন প্রতি ১ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা চার্জ আদায় করা যাবে, যা যে কোনোটি কম হবে।

 

 

নতুন চার্জ কাঠামো আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে, এবং ব্যাংকগুলোকে এই নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে।

অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলায় খরচ বাড়ল