ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:২৭:২৩ পিএম

অর্থনৈতিক দিকনির্দেশনা না পেলে সংস্কার পক্ষের মানুষ ধৈর্যহারা হবে

১৯ জানুয়ারি, ২০২৫ | ১২:৮ পিএম

অর্থনৈতিক দিকনির্দেশনা না পেলে সংস্কার পক্ষের মানুষ ধৈর্যহারা হবে

ছবি: সংগ্রহ

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থনৈতিক দিকনির্দেশনা না পেলে সংস্কার পক্ষের মানুষ ধৈর্যহারা হয়ে যাবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অর্থনৈতিক অস্বস্তি ও নিরাপত্তার অভাব থেকে সংস্কারের পক্ষের মানুষগুলো সুষম সংস্কারের পক্ষ থেকে সরে যেতে পারে।

 

 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট' শীর্ষক সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ড. দেবপ্রিয়। এই সেমিনারের আয়োজন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি-২০২৪, সহযোগিতায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।

 

 

ড. দেবপ্রিয় বলেন, "অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত না করতে পারলে, যারা সংস্কারকে গতিশীল করতে চান, তাদের ধৈর্য হারা হয়ে যেতে পারে। যদি আমরা অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তাহীনতায় ভুগি, তবে সংস্কারের পক্ষে থাকা মানুষগুলোও তাদের অবস্থান পরিবর্তন করতে পারে।"

 

 

তিনি আরও বলেন, "প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বেশি মনোযোগ পাচ্ছে, কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাপনায় যথাযথ মনোযোগ দেওয়া হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের কোনও অর্থনৈতিক মেন্যুফেস্ট নেই। অনেকেই মনে করছেন, এই সরকার পূর্ববর্তী সরকারের মতোই অর্থনীতি পরিচালনা করছে।"

 

 

ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের চেয়ে অর্থনৈতিক সংস্কারের প্রতি সরকারের মনোযোগের অভাব উল্লেখ করে বলেন, "অবিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে এবং প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়েও কোনও গুরুত্ব দেওয়া হয়নি।"

 

 

এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।

অর্থনৈতিক দিকনির্দেশনা না পেলে সংস্কার পক্ষের মানুষ ধৈর্যহারা হবে