ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৫ | ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের মনোযোগ নেই : ড. দেবপ্রিয়
১৮ জানুয়ারি, ২০২৫ | ১২:১৩ পিএম
![অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের মনোযোগ নেই : ড. দেবপ্রিয়](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/18/20250118121229_original_webp.webp)
ছবি: সংগ্রহ
অন্তর্বর্তী সরকারের আমলে অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানী ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, "অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট" শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় বলেন, "অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে, তবে অর্থনৈতিক সংস্কারে কোনো দৃষ্টি নেই।" তিনি আরও উল্লেখ করেন, "অবিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, কিন্তু প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেয়া হয়নি।"
তার মতে, এই পরিস্থিতি বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি ভবিষ্যতে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।
![অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের মনোযোগ নেই : ড. দেবপ্রিয়](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)