ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:২৪:০৪ পিএম

অ্যাপলের তৃতীয় প্রান্তিক আয়ে রেকর্ড প্রত্যাশা

৩১ অক্টোবর, ২০২৪ | ৮:৪১ এএম

অ্যাপলের তৃতীয় প্রান্তিক আয়ে রেকর্ড প্রত্যাশা

ছবি: সংগ্রহীত

টেক জায়ান্ট অ্যাপল আজ তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আয়ের প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। কোম্পানিটি আশা করছে, এই প্রান্তিকের আয় গত দুই বছরের মধ্যে সর্বাধিক হবে। সেপ্টেম্বরে আইফোন ১৬ সিরিজের রিলিজের পর চীনে ডিভাইসটির শক্তিশালী চাহিদা এই প্রবৃদ্ধির পেছনে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে অ্যাপল।

 

 

অ্যাপল জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আইফোনের আয়ের ইতিবাচক প্রতিবেদনটি বিনিয়োগকারীদের আইফোন ১৬-এর চাহিদা সম্পর্কে ধারণা দিতে সক্ষম হবে। উল্লেখ্য, এই ডিভাইসগুলো অ্যাপলের চতুর্থ প্রান্তিকের শেষে প্রকাশ পায়, তাই নতুন অর্থবছরের প্রথম প্রান্তিক সম্পর্কে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্যের প্রতি প্রধান মনোযোগ থাকবে।

 

 

কিন্তু উদ্বেগ রয়েছে যে, অ্যাপল যদি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারগুলো প্রকাশ করতে বিলম্ব করে, তাহলে আইফোনের বিক্রির প্রত্যাশিত এআই নেতৃত্বাধীন ‘সুপার-সাইকেল’ দুর্বল হতে পারে। প্রযুক্তিবিদদের মতে, অ্যাপল এআইয়ের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে, কারণ স্যামসাং ও মাইক্রোসফটের মতো প্রতিযোগীরা দ্রুত নতুন অ্যাপ্লিকেশন বাজারে নিয়ে আসছে, যা জেনারেটিভ এআইয়ের চাহিদা বৃদ্ধি করছে।

 

 

সুপার-সাইকেল বলতে বোঝায় সেই সময়কাল, যেখানে এআই প্রযুক্তির প্রতি আগ্রহ ও চাহিদা উল্লেখযোগ্যভাবে বিক্রয় বৃদ্ধি করতে পারে। বিনিয়োগকারী ও বিশ্লেষকরা জানতে চান, অ্যাপল কি এই সম্ভাব্য চাহিদাকে কাজে লাগিয়ে এআই ফিচারগুলোর প্রবর্তন ত্বরান্বিত করবে।

 

 

আইফোন ১৬ চালুর কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য ইংরেজিতে নতুন এআই ফিচারগুলো সীমিতভাবে প্রকাশ শুরু করে অ্যাপল। তবে, ইউরোপ ও চীনের মতো গুরুত্বপূর্ণ বাজারে এই ফিচারগুলো এখনও ব্যবহারযোগ্য হয়নি। চীনের বাজারে অ্যাপল হুয়াওয়ে, ভিভো, শাওমি ও অনরের মতো বড় প্রতিযোগীদের সাথে মোকাবিলা করছে।

 

 

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকদের মতে, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটি ৩.৮% বিক্রি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। প্রযুক্তিবিদদের আশা, এই প্রবৃদ্ধি দুই প্রান্তিক ধরে আইফোনের বিক্রি কমে যাওয়ার প্রবণতাকে ভাঙবে।

 

 

এলএসইজির পূর্বাভাস অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে অ্যাপলের আয় ৫.৭% বাড়বে এবং বৃহত্তর চীনে আয় ৬.৬% বৃদ্ধি পাবে। এক্ষেত্রে, কিছু আইফোন মডেল অফিশিয়াল প্রকাশের আগে অনলাইন প্ল্যাটফর্ম পিনডুওডুওতে ১০% ছাড়ে পাওয়া গেছে, যা অ্যাপলকে দামের ওপর নিয়ন্ত্রণ রাখতে বাধাগ্রস্ত করে। আইডিসির তথ্যানুসারে, চীনের বাজারে ১৬ সিরিজ ও আইফোনের কম দাম অ্যাপলকে দ্বিতীয় বৃহত্তম বাজার হিস্যা অর্জনে সহায়তা করেছে।

 

 

একই সময়ে, আইপ্যাডের বিক্রি ১০.১% বেড়ে ৭০৯ কোটি ডলারে পৌঁছানোর প্রত্যাশা করছে প্রযুক্তিবিদরা।

অ্যাপলের তৃতীয় প্রান্তিক আয়ে রেকর্ড প্রত্যাশা