ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:১১:১৭ পিএম

আ. লীগের আমলে গ্যাস সংযোগ পেতে ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি: বাণিজ্য উপদেষ্টা

২৪ নভেম্বর, ২০২৪ | ৯:৩৭ এএম

আ. লীগের আমলে গ্যাস সংযোগ পেতে ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি:  বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগ্রহ

আওয়ামী লীগের আমলে শিল্প কারখানায় গ্যাস সংযোগ পেতে বাধ্য হয়ে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল শনিবার রাজধানীতে একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

 

গ্যাসের জন্য জ্বালানি প্রতিমন্ত্রীর বাসার সামনে আমাকে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তার কাছ থেকে অনেক লেকচার শুনতে হয়েছে। মিনিমাম ইজ্জত পর্যন্ত পাইনি।

 

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।


বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমি জ্বালানি উপদেষ্টাকে এক মিটিংয়ে বলতে শুনেছি, জ্বালানি খাত দুর্নীতির অন্যতম স্তম্ভ। সেখান থেকে আমাদের বের হতে হবে।

 

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাভাতা বিতরণ অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে।

 


তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করা যায়। চাহিদা এবং জোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এ জন্য সহযোগিতা এবং দোয়া কামনা করছি।’

আ. লীগের আমলে গ্যাস সংযোগ পেতে ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি:  বাণিজ্য উপদেষ্টা