ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:১৫:৫২ পিএম

আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়বে না: বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা

১৯ ডিসেম্বর, ২০২৪ | ৩:৫০ পিএম

আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়বে না:  বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা

ছবি: সংগ্রহ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। বরং দুর্নীতি রোধ ও উৎপাদন খরচ কমিয়ে ভর্তুকি হ্রাস করা হবে।

 

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আরও জানান, সরকারের এই কৌশলে আইএমএফও সম্মত।

 


আইএমএফের চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড়ের বিষয়টি ৫ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদে উপস্থাপন করা হবে। অনুমোদন হলে ১০ ফেব্রুয়ারি এ অর্থ ছাড় করা হবে।

 

৩ ডিসেম্বর থেকে আইএমএফের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে ঢাকায় সফর করে। সফরের শেষ দিন আজ বৃহস্পতিবার তারা অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতি নিয়ে মতামত প্রকাশ করেন।

 


প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপাজর্জিও বলেন, "বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আশানুরূপ নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না, যা আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি।"

 

আইএমএফ অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার চলমান রাখার ওপর জোর দিয়েছে। তারা জানায়, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, আর্থিক খাতের সংস্কারই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

 


ক্রিস পাপাজর্জিও ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে এবং খেলাপি ঋণ চিহ্নিত করতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানান। তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।"

 

ডিসেম্বর শেষে বাংলাদেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫.৫৮ বিলিয়ন ডলার হয়েছে, যা আইএমএফের নির্ধারিত ১৫.৩ বিলিয়ন ডলারের লক্ষ্য অতিক্রম করেছে।

 


বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্যুৎ খাতে দাম না বাড়িয়ে দুর্নীতি দমন এবং উৎপাদন খরচ কমানোর পদক্ষেপ দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে। আইএমএফের ঋণের শর্ত পূরণ ও আর্থিক খাতের সংস্কার নিশ্চিত করতে সরকারের আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

 

 

আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়বে না:  বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা