ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১২:৫২:৪১ পিএম

আইএমএফের শর্ত পালন করতে চাপে অর্থনীতি

২৬ জানুয়ারি, ২০২৫ | ৪:০ পিএম

আইএমএফের শর্ত পালন করতে চাপে অর্থনীতি

ছবি: সংগ্রহ

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের ডুবন্ত অর্থনীতি পুনরুদ্ধারে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বড় অঙ্কের ঋণ সহায়তা নেওয়া হলেও, তা সরকারের জন্য নতুন চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

 

আইএমএফের ঋণ সহায়তার শর্ত ছিল আর্থিক খাতের সংস্কার এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা, তবে তা বাস্তবায়ন করতে সরকার কঠিন পরিস্থিতিতে পড়েছে। শর্ত অনুযায়ী, আর্থিক খাতের নানা সংস্কারের পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে হবে জিডিপির দশমিক ৬ শতাংশ হারে। কিন্তু, সরকারের রাজস্ব আয় বাড়াতে ব্যর্থতার ফলে ছয় মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৫৮ হাজার কোটি টাকা।

 

 

বিশ্বব্যাংকের পরামর্শক ড. জাহেদ হোসেন বলেন, ‘‘কাঠামোগত সংস্কার এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়।’’. এমআইটির হামফ্রি ফেলো মামুনুর রহমান জানান, ‘‘ছয় মাস আগে আমরা এমন এক পরিস্থিতিতে ছিলাম যখন এক-দুই মাসের খরচ চালানোর সক্ষমতাও ছিল না।’’

 

 

সরকার সংকট মোকাবিলায় ভ্যাট আরোপের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবার ওপর কর বাড়িয়েছে, কিন্তু এই পদক্ষেপও প্রত্যাশিত ফলাফল আনতে ব্যর্থ হয়েছে। বরং, এতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা জনগণের জীবনযাত্রায় বাড়তি চাপ ফেলছে।

 

 

 

অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার এখন বিদেশি অর্থায়নের ওপর অধিক নির্ভরশীল। তবে, আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড সভা না হওয়ায় এটি এক মাস পিছিয়ে গেছে। যদিও এই বিলম্ব বড় কোনো সংকট সৃষ্টি করবে না, তবুও দেশের অর্থনীতিতে নতুন করে ভোগান্তির মাত্রা বাড়তে পারে।

আইএমএফের শর্ত পালন করতে চাপে অর্থনীতি