ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ
আইসিবির ঋণের টাকায় সুদের হার নামল ৪ শতাংশ
৪ ডিসেম্বর, ২০২৪ | ১২:২৭ পিএম

ছবি: সংগ্রহ
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সরকারের গ্যারান্টিতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে ৪ শতাংশ সুদে। প্রথমে এই ঋণের সুদহার ১০ শতাংশ নির্ধারণ করা হলেও আইসিবির অনুরোধে তা কমানো হয়।
আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ নিশ্চিত করেছেন যে, এই সুদের হার হ্রাস প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধ ও শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সহায়ক হবে। নতুন সুদহারে ঋণগ্রহণ তাদের জন্য আর বোঝা হবে না বলে জানান তিনি।
এই ঋণের ৬০ শতাংশ ব্যবহৃত হবে উচ্চ সুদের আগের ঋণ পরিশোধে এবং ৪০ শতাংশ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে বিনিয়োগ করার পরিকল্পনা চলছে। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে বাকি।
আইসিবিকে ৩ হাজার কোটি টাকা ঋণের জন্য সরকারি নিশ্চয়তা (সভরেন গ্যারান্টি) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এর ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ঋণ অনুমোদন করে এবং প্রাথমিকভাবে সুদহার ১০ শতাংশ নির্ধারণ করে। পরে আইসিবির অনুরোধে তা ৪ শতাংশ করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এই ঋণ আইসিবি তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে কাজে লাগাবে। সরকারের গ্যারান্টি থাকায় আইসিবি ঋণ ও সুদ পরিশোধে ব্যর্থ হলে তা সরকার পরিশোধ করবে।
এই উদ্যোগ দেশের শেয়ারবাজারের স্থিতিশীলতা এবং আইসিবির অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
