ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ মার্চ, ২০২৫ | ৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ
আকুর ১.৭৫ বিলিয়ন ডলার পরিশোধ, ১৯.৬৫ বিলিয়নে নামলো রিজার্ভ
১০ মার্চ, ২০২৫ | ৯:৪৭ এএম

ছবি: সংগ্রহ
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের আমদানি বিল বাবদ ১.৭৫ বিলিয়ন ডলার পরিশোধ করেছে, যার ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৯.৭০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আকুর বিল পরিশোধের পর রিজার্ভের এই হ্রাস পরিলক্ষিত হয়েছে।
আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যে লেনদেনের দায় পরিশোধ করা হয়। প্রতি দুই মাস অন্তর আকুর সদস্য দেশগুলো তাদের আমদানি বিল পরিশোধ করে থাকে।
এর আগে, গত ৯ জানুয়ারি, আকুর নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ ১.৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ ব্যাংক, যা রিজার্ভে প্রভাব ফেলেছিল।
আকুর বিল পরিশোধের পর রিজার্ভে এই হ্রাস দেশের আমদানি ব্যয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তবে রপ্তানি আয়, রেমিট্যান্স এবং বৈদেশিক ঋণসহ অন্যান্য উৎস থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে রিজার্ভ পুনরায় বৃদ্ধি পেতে পারে।
- ট্যাগ সমূহঃ
- আকুর
- বিলিয়ন ডলার
- পরিশোধ
