ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৪ | ৯:৫ পিএম
অনলাইন সংস্করণ
আগামী চার মাসের মধ্যে কমতে পারে তামার দাম
১৭ নভেম্বর, ২০২৪ | ৯:৫ পিএম
![আগামী চার মাসের মধ্যে কমতে পারে তামার দাম](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/17/20241117151241_original_webp.webp)
ছবি: সংগ্রহ
যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধ তীব্র হওয়ার আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, চীন বিশ্বের শীর্ষ ধাতব পণ্য ব্যবহারকারী দেশ। তাদের বাণিজ্যে বাধা তৈরি হলে চাহিদা কমতে পারে। এমন পরিস্থিতিতে চার মাসের মধ্যে বিশ্বব্যাপী তামার দাম নেমে যেতে পারে টনপ্রতি ৮ হাজার ৫০০ ডলারে। সিআরইউ ওয়ার্ল্ড কপার কনফারেন্স এশিয়ায় এমন পূর্বাভাস দিয়েছেন মার্কুরিয়া এনার্জি ট্রেডিংয়ের বিশ্লেষক নিকোলাস স্নোডন। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।
আরও পড়ুন
নিকোলাস স্নোডন বলেন, ‘নতুন মার্কিন প্রশাসনের সম্ভাব্য বাণিজ্য নীতিতে কমতে পারে তামার চাহিদা, যার প্রভাব পড়বে দামে। ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পর ১০ দিনেরও কম সময়ে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তামার দাম ৮ শতাংশ কমেছে।’
তিনি জানান, নিকটতম সময়ে তামার বৈশ্বিক দাম মজুদ বৃদ্ধির কারণেও কমতে পারে। জানুয়ারির শেষের দিকে শুরু হওয়া চীনা নববর্ষের ছুটি ও চাহিদা বৃদ্ধির কারণে আগামী বছরের প্রথম প্রান্তিকে প্রায় পাঁচ লাখ টন উদ্বৃত্তের পূর্বাভাস দেয়া হয়েছে।
এলএমইতে বৃহস্পতিবার দস্তার দাম কমেছে ৩ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৮৮৮ ডলার ৫০ সেন্টে। খাতসংশ্লিষ্টরা জানান, চীনে ইস্পাতের বাজার দুর্বল থাকায় গ্যালভানাইজিং চাহিদা কমেছে।
অন্যদিকে এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম কমেছে আগের দিনের তুলনায় ১ শতাংশ। টনের মূল্য নেমেছে ২ হাজার ৫০৮ ডলারে। নিকেলের দাম দশমিক ৫ শতাংশ কমে টনে ১৫ হাজার ৬৫৫ ডলার হয়েছে। এদিন সিসার দাম কমেছে ১ দশমিক ৯ শতাংশ। টনপ্রতি মূল্য নেমেছে ১ হাজার ৯৭১ ডলারে। টিনের দামও ১ দশমিক ৯ শতাংশ কমে টনে ২৯ হাজার ৭৫ ডলার হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- তামা
![আগামী চার মাসের মধ্যে কমতে পারে তামার দাম](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)