ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২০ ডিসেম্বর, ২০২৪ | ৩:০ পিএম
অনলাইন সংস্করণ
আগামী বাজেটে করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ —অর্থ উপদেষ্টা
২০ ডিসেম্বর, ২০২৪ | ৩:০ পিএম
![আগামী বাজেটে করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ —অর্থ উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/20/20241220111745_original_webp.webp)
ছবি: সংগ্রহ
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নানা শঙ্কাজনক কথা বললেও দেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ নয়। তবে চ্যালেঞ্জ রয়েছে।’ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তির অর্থছাড়ের আগে তৃতীয় পর্যালোচনা করতে আইএমএফের ১০ সদস্যের একটি দল ঢাকা সফর করছে। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের অর্থনীতি চাপে রয়েছে। গণ-অভ্যুত্থান, বন্যা ও সংকোচনমূলক নীতি গ্রহণের কারণে বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৮ শতাংশ।
সময়মতো অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করায় ক্রমান্বয়ে অর্থনীতি স্বাভাবিক হচ্ছে উল্লেখ করে সংস্থাটি আরো জানায়, অর্থনৈতিক কর্মকাণ্ডে এখনো ধীরগতি ও মূল্যস্ফীতি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যাংক থেকে মূলধন বের হয়ে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভকে চাপে ফেলেছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যবসায়ীরা শুধু ফাঁক-ফোকর খোঁজেন। ঠিকমতো কর দেন না। ৫০ কোটি টাকা ব্যবসা করে ৪ কোটি টাকা ট্যাক্স দিতে চান না।’
বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরি দেয়ার জন্য আর কোনো অর্থ বরাদ্দ দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘বেক্সিমকো গ্রুপকে টাকা দেয়া হয়েছে মানবিক কারণে। না হলে শ্রমিকদের বেতন দিতে পারত না। যে চুরি করেছে, তাকে শাস্তি দিতে হবে। শ্রমিকদের কষ্ট দেয়া যাবে না।’
অর্থ উপদেষ্টা আরো বলেন, ‘এরই মধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, গ্রুপের শ্রমিকদের মজুরি দেয়ার জন্য কোনো টাকা দেয়া হবে না। এর আগে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরির জন্য টাকা দেয়া হয়েছিল। সে টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টেও দিয়ে দেয়া হয়েছে। এটা না দেয়া হলে তারা রাস্তায় অবরোধ করত।’
![আগামী বাজেটে করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ —অর্থ উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)