ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:১৯:১৩ এএম

আগামী বুধবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

২৫ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৫ এএম

আগামী বুধবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ছবি: সংগ্রহ

আজ বুধবার। পরের বুধবার অর্থাৎ নতুন ইংরেজি বছরের প্রথম দিন ১ জানুয়ারির পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলার বৈশিষ্ট্য অন্য বছরের তুলনায় একেবারে আলাদা হবে। জুলাই-আগস্টের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের থিমে সাজানো হচ্ছে মেলা।

 

গত কয়েক বছরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক মেলা হবে রাজধানীর অদূরে পূর্বাচলে। বাণিজ্য মেলার স্থায়ী স্থানে এই মেলার আয়োজনে রয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো। এর সঙ্গে যুক্ত রয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মাসব্যাপী এই মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

এবারের বৈশিষ্ট্য হচ্ছে-জুলাই-আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগকে সামনে রেখে থাকবে নানা ধরনের আয়োজন। এর মধ্যে অন্যতম হচ্ছে, আন্দোলনে নিহতদের সম্মানে থাকবে দুটি কর্নার। একটি হচ্ছে-শহিদ আবু সাইদ এবং অপরটি মীর মুগ্ধ কর্নার। এ ছাড়াও যুবকদের জন্য থাকবে একটি প্যাভিলিয়ন। যা ইয়ুথ প্যাভিলিয়ন নামে পরিচিত হবে। এখানে শুধু যুবকরাই বসার সুযোগ পাবেন। তবে বয়স্করা যেন আলাদাভাবে একটু বসার সুযোগ পান তার জন্য ব্যবস্থা রাখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলায় গৃহস্থালি টুকিটাকি থেকে শুরু করে সবধরনের পণ্যের পসরা থাকবে। মেলায় এবার দেশি-বিদেশি প্যাভিলিয়ন থাকবে বেশ মোটা দাগে। শিশুদের খেলার জন্য আলাদা একটা স্থান রাখা হচ্ছে। বিনোদনের পাশাপাশি যেন ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন তার জন্য যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে।

 

গেট থেকে শুরু করে সব প্যাভিলিয়নকে দৃষ্টিনন্দন করার জন্য গতকাল মঙ্গলবার পর্যন্ত হাতুড়ি বাটালের শব্দে মুখরিত মেলা প্রাঙ্গণ। দর্শক আর ক্রেতাদের জন্য পূর্বাচলে আসা-যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। শুধু তাই নয়, মেলা প্রাঙ্গণ থেকে একেবারে বড় রাস্তা পর্যন্ত বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা রাখা হচ্ছে।

 

মেলায় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার জন্য বিশেষ মোবাইল টিম থাকবে বলে জানা গেছে। মেলায় ক্রেতাদের সুবিধার জন্য বেশ কয়েকটি ব্যাংকের বুথ থাকবে। একই সঙ্গে বিকাশ, নগদের বুথ থাকবে। ব্যাংকের কার্যক্রম চালানোর জন্য বিশেষ ব্যবস্থা রাখার চিন্তাভাবনা চলছে।
মাসব্যাপী এই বাণিজ্য মেলায় বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে বিশেষ ছাড় থাকবে। যেন স্বতঃস্ফূতভাবে মেলায় কেনাকাটা করতে পারে।

আগামী বুধবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা