ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৪ | ৯:১ এএম
অনলাইন সংস্করণ
আগামী ১৫ নভেম্বর থেকে উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল, বন্ধ রয়েছে ছয়টি
১২ নভেম্বর, ২০২৪ | ৯:১ এএম
![আগামী ১৫ নভেম্বর থেকে উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল, বন্ধ রয়েছে ছয়টি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/12/20241112090040_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল পুনরায় চালু করতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর প্রথমে নর্থ বেঙ্গল চিনি কল লিমিটেড আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে, এবং এরপর পর্যায়ক্রমে বাকি আটটি চিনিকল চালু হবে। সোমবার শিল্প মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশের মাধ্যমে চিনিকলগুলোর উৎপাদন শুরু তারিখ ঘোষণা করে।
আরও পড়ুন
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৯ নভেম্বর রাজশাহী ও নাটোর চিনিকল, ৬ ডিসেম্বর ঝিল বাংলা চিনি কল, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও, মোবারকগঞ্জ ও ফরিদপুর চিনি কল, এবং ২০ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনি কল চালু হবে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে মোট ১৫টি রাষ্ট্রায়ত্ত চিনিকল থাকলেও, কুষ্টিয়া, পঞ্চগড়, পাবনা, রংপুর, শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিএসএফআইসি জানিয়েছে, তারা পর্যায়ক্রমে বন্ধ থাকা চিনিকলগুলো চালুর পরিকল্পনা করেছে।
![আগামী ১৫ নভেম্বর থেকে উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল, বন্ধ রয়েছে ছয়টি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)