ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৫ | ১:৩ পিএম
অনলাইন সংস্করণ
আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
২৫ জানুয়ারি, ২০২৫ | ১:৩ পিএম
![আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/25/20250125125914_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আজ শনিবার (২৫ জানুয়ারি) দেশে ফিরবেন।
ড. ইউনূস তার চারদিনের সফরে ৪৭টি আনুষ্ঠানিক এবং পার্শ্ব ইভেন্টে অংশগ্রহণ করেছেন। তাঁর প্রধান কর্মসূচি ছিল বিশ্বের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা।
২১ জানুয়ারি দাভোসে পৌঁছানোর পর ড. ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস-হোর্তা, থাই প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ আরও কয়েকজন রাষ্ট্রনায়কের সঙ্গে বৈঠক করেন।
২২ জানুয়ারি, ড. ইউনূস প্রায় ১৪টি ইভেন্টে অংশ নেন এবং জার্মানির ফেডারেল চ্যান্সেলরের প্রধান মন্ত্রী উলফগ্যাং শ্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপসহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স শিসেকেদি, মার্কিন জলবায়ু বিশেষ দূত জন কেরি, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ অন্য আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।
ড. ইউনূস 'জলবায়ু ও প্রকৃতির অবস্থা' শীর্ষক একটি অধিবেশনে বক্তৃতা দেন এবং দাভোসে শোয়াব ফাউন্ডেশনের আয়োজিত সামাজিক উদ্যোক্তাদের জন্য একটি অনুষ্ঠানে যোগ দেন।
২৩ জানুয়ারি, ড. ইউনূস মেটা প্ল্যাটফর্মসের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডসহ অন্যান্য আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে একান্ত বৈঠক এবং দাভোসের ক্লাইমেট হাবে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার মাধ্যমে ড. ইউনূস তার সফর সমাপ্ত করেন।
সপ্তাহব্যাপী এই ব্যস্ত সফরে ড. ইউনূস বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, সামাজিক উদ্যোক্তাত্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করেন।
- ট্যাগ সমূহঃ
- দেশে
- ফিরছেন
- প্রধান উপদেষ্টা
![আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)