ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ
আজ বন্ধ ব্যাংক লেনদেন
৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৯ এএম
![আজ বন্ধ ব্যাংক লেনদেন](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/31/20241231093834_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো লেনদেন হবে না। একই কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। এই দিনগুলোতে ব্যাংকগুলোতে আর্থিক লেনদেন বন্ধ থাকে। ব্যাংক হলিডে মূলত বার্ষিক আর্থিক হিসাব চূড়ান্ত করার জন্য নির্ধারিত।
ব্যাংক হলিডেতে ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। সব ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন সম্পন্ন হয় না। ব্যাংকের কর্মকর্তারা এই সময়ে আর্থিক হিসাব মেলানোর কাজ করেন।
ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকলেও গ্রাহকরা তাদের ব্যাংক কার্ড ব্যবহার করে নির্দিষ্ট সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। তবে ব্যাংক বা শেয়ারবাজার থেকে সরাসরি কোনো আর্থিক কার্যক্রম সম্ভব হবে না।
ব্যাংক হলিডে দেশের ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থায় নিয়মিত এবং গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। এটি ব্যাংকগুলোর বার্ষিক আর্থিক হিসাব সঠিকভাবে সম্পন্ন করতে সহায়তা করে। গ্রাহকদের এই দিনগুলোতে ব্যাংক লেনদেন সংক্রান্ত কার্যক্রমের বাইরে বিকল্প সেবা সম্পর্কে সচেতন থাকা উচিত।
![আজ বন্ধ ব্যাংক লেনদেন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)