ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
আটক অভিবাসীদের গুয়ানতানামো বেতে পাঠাবেন ট্রাম্প
৩০ জানুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম
![আটক অভিবাসীদের গুয়ানতানামো বেতে পাঠাবেন ট্রাম্প](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/30/20250130153346_original_webp.webp)
ছবি: সংগ্রহ
হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমাদের গুয়ানতানামোতে ৩০ হাজার বেড রয়েছে, যেখানে আমেরিকান জনগণের জন্য হুমকিস্বরূপ সবচেয়ে বিপজ্জনক অপরাধী অবৈধ অভিবাসীদের আটক রাখা হবে। তাদের মধ্যে কিছু এতটাই ভয়ঙ্কর যে আমরা তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি নিতে চাই না। তাই আমরা তাদের গুয়ানতানামোতে পাঠাব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুয়ানতানামো বেতে একটি অভিবাসী আটক কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন। আটক কেন্দ্রটির ধারণক্ষমতা ৩০ হাজার মানুষ হবে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, কিউবায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর এ স্থাপনা সেখানকার উচ্চ নিরাপত্তাযুক্ত সামরিক কারাগার থেকে আলাদা হবে এবং সেই আটক কেন্দ্রে ‘মার্কিন জনগণকে হুমকি দেয়া সবচেয়ে খারাপ অপরাধী অবৈধ অভিবাসীদের’ রাখা হবে। খবর বিবিসি।
গুয়ানতানামো বে একটি মার্কিন সামরিক ঘাঁটি যা অতীতে ৯/১১ হামলার সাথে জড়িত বন্দিদের রাখার জন্য ব্যবহৃত হয়েছে। ভয়াবহ নির্যাতনের অভিযোগ এনে বেশ কিছু মানবাধিকার সংস্থা এসব আটক কেন্দ্রের তীব্র সমালোচনাও করেছে।
ট্রাম্পের ঘোষণার পর সীমান্ত প্রধান টম হোমান বলেছেন, গুয়ানতানামো বেতে বিদ্যমান স্থাপনাটি আরো সম্প্রসারিত করা হবে এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) দ্বারা পরিচালিত হবে। তিনি বলেন, মার্কিন কোস্ট গার্ড যে অভিবাসীদের সমুদ্রে আটক করবে তাদের সরাসরি সেখানে নিয়ে যাওয়া হতে পারে এবং আটক রাখার ‘সর্বোচ্চ’ মানদণ্ড প্রয়োগ করা হবে।
কিউবার সরকার এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে এবং ‘দখলকৃত’ জমিতে নির্যাতন ও অবৈধ আটকের অভিযোগ এনেছে।
হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমাদের গুয়ানতানামোতে ৩০ হাজার বেড রয়েছে, যেখানে আমেরিকান জনগণের জন্য হুমকিস্বরূপ সবচেয়ে বিপজ্জনক অপরাধী অবৈধ অভিবাসীদের আটক রাখা হবে। তাদের মধ্যে কিছু এতটাই ভয়ঙ্কর যে আমরা তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকি নিতে চাই না। তাই আমরা তাদের গুয়ানতানামোতে পাঠাব। এটি আমাদের আটক রাখার সক্ষমতা দ্বিগুণ করবে এবং এটি এমন একটি জায়গা যেখান থেকে বের হওয়া অত্যন্ত কঠিন।
২০২৪ সালের একটি প্রতিবেদনে, ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাসিসটেন্স প্রজেক্ট (আইআরএপি) মার্কিন সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তারা সমুদ্রে আটকানোর পর অভিবাসীদের ‘অমানবিক’ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য আটকে রাখছে। গুয়ানতানামো বে কারাগার মূলত সমুদ্রে আটক অভিবাসীদের রাখার জন্য ব্যবহৃত হয়েছে।
এটি সন্ত্রাসবাদীদের আটক রাখার জন্য কুখ্যাত, যেখানে বন্দিদের ওপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগ রয়েছে। বাইডেন প্রশাসন এই কেন্দ্র বন্ধ করতে চেয়েছিল। বর্তমানে সেখানে ১৫ জন বন্দি এখনো রয়েছে। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল যে গুয়ানতানামো বেতে একটি পৃথক অভিবাসী আটক কেন্দ্রও রয়েছে।
![আটক অভিবাসীদের গুয়ানতানামো বেতে পাঠাবেন ট্রাম্প](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)