ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪২:৪১ এএম

আদানির সঙ্গে আড়াই বিলিয়ন ডলারের দুই চুক্তি বাতিল করল কেনিয়া

২৩ নভেম্বর, ২০২৪ | ৯:৩৩ এএম

আদানির সঙ্গে আড়াই বিলিয়ন ডলারের দুই চুক্তি বাতিল করল কেনিয়া

ছবি: সংগ্রহ

মার্কিন প্রসিকিউটরদের পক্ষ থেকে জালিয়াতির অভিযোগ ওঠার পর আদানি গ্রুপের সাথে কেনিয়া এবং শ্রীলংকার সঙ্গে হওয়া বড় বড় চুক্তি বাতিল করেছে কেনিয়া। একই সঙ্গে আদানি গ্রুপের একটি কয়লা খনির কর্মীদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

 

কেনিয়ায় চুক্তি বাতিল
গত বুধবার, নিউইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি এবং তার কয়েকজন সহযোাগীর বিরুদ্ধে ঘুস ও প্রতারণার অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তাদের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে হওয়া ২৫৮ কোটি ৬০ লাখ ডলারের দুটি বড় চুক্তি বাতিল করার ঘোষণা দেন। তিনি বলেন, "আমাদের তদন্ত সংস্থা এবং অংশীদার দেশগুলোর দেয়া নতুন তথ্যের ভিত্তিতে চুক্তিগুলো বাতিল করা হয়েছে।"

 

চুক্তির আওতায় কেনিয়ার প্রধান বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে ১৮৫ কোটি ডলার এবং বিদ্যুৎ সরবরাহ লাইন স্থাপন প্রকল্পে ৭৩ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের পরিকল্পনা ছিল। দেশটির জনগণ চুক্তি দুটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধিতা করছিল, বিশেষত দুর্নীতির আশঙ্কা নিয়ে।

 

শ্রীলংকায় চুক্তি পুনর্বিবেচনা
এদিকে, শ্রীলংকায়ও আদানি গ্রুপের একটি বিদ্যুৎ প্রকল্প নিয়ে আলোচনা চলছে। ২০২৩ সালে আদানি গ্রিন এনার্জি লিমিটেড শ্রীলংকার বিদ্যুৎ খাতে ৪৪২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। তবে সম্প্রতি মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ ওঠার পর শ্রীলংকার অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় চুক্তিটি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছেন। শ্রীলংকার কিছু রাজনৈতিক নেতা ইতিমধ্যেই এই চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করেছেন।

 

অস্ট্রেলিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
অস্ট্রেলিয়ায় আদানি গ্রুপের কয়লা খনির কর্মীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কুইন্সল্যান্ড রাজ্যের আদিবাসী গোষ্ঠী দুটি সংস্থা—নাগানা ইয়ারবাইন ওয়াঙ্গান এবং জাগালিংগু কালচারাল কাস্টোডিয়ানস—আদানি গ্রুপের বিরুদ্ধে তাদের ধর্মীয় উৎসব উদযাপনে শারীরিক এবং মৌখিক বাধা দেওয়ার অভিযোগ এনেছে। আদিবাসী গোষ্ঠীটি ক্ষতিপূরণের পাশাপাশি আদানি গ্রুপের কাছে ক্ষমা চাইতে এবং তাদের কর্মীদের সাংস্কৃতিক সচেতনতা প্রশিক্ষণ দেওয়ার দাবি করেছে। তবে আদানি কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে তারা স্থানীয় আদিবাসীদের সাথে চুক্তি অনুযায়ী কাজ করছে।

আদানির সঙ্গে আড়াই বিলিয়ন ডলারের দুই চুক্তি বাতিল করল কেনিয়া