ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:০৭:২০ পিএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি অব্যাহত

১২ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০ পিএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি অব্যাহত

ছবি: সংগ্রহ

আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে বাড়ছে স্বর্ণের দাম। মঙ্গলবার মূল্যবান ধাতুটি আউন্সপ্রতি ২ হাজার ৫০০ ডলারের ওপরে বেচাকেনা হয়েছে। 


স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি বেচাকেনা হয়েছে ২ হাজার ৫১২ ডলার ৩৮ সেন্টে। নিউইয়র্কের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৫৪৩ ডলার ১ সেন্টে।


বিশ্ববাজারে স্বর্ণের দাম চলতি বছরের বর্তমান সময় পর্যন্ত ২১ শতাংশ বেড়েছে। গত ২০ আগস্ট মূল্যবান ধাতুটির দাম রেকর্ড ২ হাজার ৫৩১ ডলার ৬০ সেন্টে পৌঁছেছিল।

 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশা ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে চলতি বছরের শেষের দিকে স্বর্ণের দাম সাম্প্রতিক রেকর্ড সর্বোচ্চ অবস্থান ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া সম্প্রতি ডলারের বিনিময় হারও কমছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণের ক্রয়ও বাড়িয়েছে। বিশ্লেষকরা জানান, এসব কারণও স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছনোয় ভূমিকা রাখবে।

 

অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে ২৮ ডলার ২৬ সেন্টে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি অব্যাহত