ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ
আমদানি কমার প্রভাব কমে আসছে বাণিজ্য ঘাটতি
১১ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৮ এএম
![আমদানি কমার প্রভাব কমে আসছে বাণিজ্য ঘাটতি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/11/20250111104636_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশে নতুন বিনিয়োগ একেবারে তলানিতে পৌঁছেছে, যার প্রভাব পড়েছে মূলধনি যন্ত্রপাতি ও অন্যান্য পণ্যের আমদানিতে। এর ফলে কমেছে দেশের বাণিজ্য ঘাটতি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় ২০ শতাংশ, যা দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের লেনদেনে ভারসাম্যের (বিওপি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি হিসাবেও ঘাটতি কমেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৫ মাসে ঘাটতি দাঁড়িয়েছে ২২৬ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, চলতি হিসাবের ঘাটতি কমেছে উল্লেখযোগ্য পরিমাণে।
তবে, রফতানি বেড়েছে ১০ দশমিক ১০ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোট রফতানি হয়েছে ১৮ দশমিক ১২ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। এটি দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক খবর, কারণ রেমিট্যান্সের প্রবাহ এবং রফতানির বৃদ্ধির ফলে লেনদেন ভারসাম্যের চলতি হিসাব কিছুটা উন্নতি পেয়েছে। গত কয়েক মাস ধরেই দুই বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স দেশে আসছে, যা ডলার প্রবাহ বাড়িয়েছে এবং বিওপিতেও ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানিয়েছেন, বাণিজ্য ঘাটতি কমে আসা এবং রফতানি বৃদ্ধির এই চিত্র অর্থনীতির জন্য স্বস্তির, তবে কিছু উদ্বেগও রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, ডলারের ব্যয় পূর্বাভাসের তুলনায় বেশি হয়েছে এবং সেই ডলার কোথায় গেছে, তা সুনির্দিষ্ট নয়। বিশেষ করে, 'অ্যারোরস অ্যান্ড অমিশনসে' (আয়-ব্যয়ের ভারসাম্য) ঘাটতি ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ২০৭ মিলিয়ন ডলার।
জাহিদ হোসেন বলেন, এ ধরনের অর্থের হিসাব পাওয়া যাচ্ছে না এবং এটি একটি বড় উদ্বেগের বিষয়। তিনি আশা করছেন, সরকারের উচিত এই ধোঁয়াশা পরিষ্কার করা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করা, যাতে জনসাধারণ এবং বিশেষজ্ঞরা বুঝতে পারেন কেন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে, বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে ডলার প্রবাহ বাড়ার কারণে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল মনে হলেও, বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, আসন্ন সময়গুলোতে অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে যদি এই ধোঁয়াশা এবং উদ্বেগ দ্রুত সমাধান না করা হয়।
- ট্যাগ সমূহঃ
- আমদানি
- কমার প্রভাব
- বাণিজ্য ঘাটতি
![আমদানি কমার প্রভাব কমে আসছে বাণিজ্য ঘাটতি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)