ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৩৭:৫৪ এএম

আমদানি বেড়েছে, তবুও ঊর্ধ্বমুখী গুঁড়া হলুদের দাম

১০ ডিসেম্বর, ২০২৪ | ১১:০ পিএম

আমদানি বেড়েছে, তবুও ঊর্ধ্বমুখী গুঁড়া হলুদের দাম

ছবি: সংগ্রহ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে শুকনা হলুদ আমদা‌নি বে‌ড়ে‌ছে। গত অর্থবছ‌রের প্রথম পাঁচ মা‌সের তুলনায় ২০২৪-২৫ অর্থবছ‌রের প্রথম পাঁচ মা‌সে (জুলাই-নভেম্বর) এ বন্দ‌র দিয়ে পণ্যটির আমদা‌নি বে‌ড়ে‌ছে ৩ হাজার ২৪৯ টন। এর পরও সাতক্ষীরায় ঊর্ধ্বমুখী গুঁড়া হলুদের দাম। গত এক মা‌সের ব্যবধানে এ পণ্যের বাজারদর বেড়েছে কেজিপ্রতি ৭০-৮০ টাকা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজা‌রের ক‌য়েক‌টি মসলা বিপণন প্রতিষ্ঠা‌নে খোঁজ নি‌য়ে এ তথ্য জানা গে‌ছে।


সাতক্ষীরা জেলা সদ‌রের সুলতানপুর বড় বাজা‌রের মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স নিউ ফা‌তেমা স্টো‌রে গতকাল গুঁড়া হলুদ খুচরায় বি‌ক্রি হ‌য়ে‌ছে প্রতি কে‌জি ৪০০ টাকা দ‌রে, এক মাস আ‌গেও যা ছিল ৩২৫-৩৩০ টাকা। প্রতিষ্ঠান‌টির স্বত্বা‌ধিকারী মো. আ‌নোয়ার হো‌সেন জানান, পাইকারি‌তে দাম বে‌শি হওয়ায় খুচরা বাজা‌রে এর প্রভাব প‌ড়ে‌ছে।


সাতক্ষীরা জেলার দা‌য়িত্বপ্রাপ্ত কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, হঠাৎ গুঁড়া হলুদের দাম বেড়ে গেছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে কোনো অপ্রাসঙ্গিকতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

 

ভোমরা শুল্ক স্টেশ‌নের রাজস্ব বিভাগ থে‌কে জানা গে‌ছে, ২০২৪-২৫ অর্থবছ‌রের জুলাই-ন‌ভেম্বর পর্যন্ত এ বন্দর দি‌য়ে শুকনা হলুদ আমদা‌নি হ‌য়ে‌ছে ১৩ হাজার ৪৩৭ টন, যার আমদা‌নি মূল্য ছিল ২৩৭ কো‌টি ১ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ১৫৩ কো‌টি ৫৯ লাখ টাকা মূল্যের ১০ হাজার ১৮৮ টন শুকনা হলুদ আমদানি করা হয়েছিল।

 

আমদা‌নিকারক ও ব্যবসায়ীরা বল‌ছেন, দেশের মসলা বাজা‌রে চা‌হিদা বাড়ায় হলুদ আমদানি বে‌ড়ে‌ছে।

আমদানি বেড়েছে, তবুও ঊর্ধ্বমুখী গুঁড়া হলুদের দাম