ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৫ | ৩:১ পিএম
অনলাইন সংস্করণ
আমদানি-রপ্তানি শুল্কায়নে নতুন শর্ত, কার্যকর ১ ফেব্রুয়ারি
২৯ জানুয়ারি, ২০২৫ | ৩:১ পিএম
![আমদানি-রপ্তানি শুল্কায়নে নতুন শর্ত, কার্যকর ১ ফেব্রুয়ারি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/29/20250129150101_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আমদানি-রপ্তানির ক্ষেত্রে শুল্কায়নের জন্য সাতটি সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট বাংলাদেশ সিঙ্গল উইন্ডো সিস্টেম (বিএসডব্লিউ) এর মাধ্যমে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। ৩১ জানুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে, এর পর ম্যানুয়াল সার্টিফিকেট, লাইসেন্স বা পারমিট গ্রহণ করা হবে না।
আরও পড়ুন
ন্যাশনাল সিঙ্গল উইন্ডো প্রকল্পের পরিচালক জুয়েল আহমেদ জানিয়েছেন, বিএসডব্লিউ সিস্টেম ব্যবহার করে আমদানিকারক ও রপ্তানিকারকরা অনলাইনে সিএলপি (সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট) সংগ্রহ করতে পারবেন। এর জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে নিবন্ধন করতে হবে।
এই সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে অনেক সুবিধা পাওয়া যাবে, যেমনঃ একক প্ল্যাটফরমে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সংক্রান্ত সকল কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে অনলাইনে সম্পন্ন হবে। সরকারি কাজের ক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগের প্রয়োজন না হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় কমবে। দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা বৃদ্ধি পাবে, ফলে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।
প্রাথমিক পর্যায়ে ১৯টি সংস্থার মধ্যে সাতটি সংস্থার মাধ্যমে ২ জানুয়ারি থেকে সিএলপি ইস্যু কার্যক্রম শুরু করা হয়েছে। এই সাতটি সংস্থা হল, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল,বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তর। এটি দেশের আমদানি-রপ্তানি খাতে এক নতুন যুগের সূচনা করবে এবং বাণিজ্যিক কার্যক্রমে সহজীকরণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
- ট্যাগ সমূহঃ
- আমদানি-রপ্তানি
- শুল্কায়নে
- নতুন শর্ত
- ১ ফেব্রুয়ারি
![আমদানি-রপ্তানি শুল্কায়নে নতুন শর্ত, কার্যকর ১ ফেব্রুয়ারি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)