ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৪ | ৩:৩ পিএম
অনলাইন সংস্করণ
আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে দু’পক্ষের স্বার্থের ভিত্তিতে
১৪ ডিসেম্বর, ২০২৪ | ৩:৩ পিএম
![আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে দু’পক্ষের স্বার্থের ভিত্তিতে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/14/20241214145100_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারতসহ সব দেশের সঙ্গে সু-সম্পর্ক চায়, তবে সেটি সম্মান ও সমতার ভিত্তিতে হতে হবে। তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, দুই দেশের সম্পর্ক এমনভাবে তৈরি হতে হবে যেখানে উভয় পক্ষের স্বার্থ সমানভাবে রক্ষা পায়।
শনিবার নরসিংদীর বেলাব উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, "আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।"
সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, "আমরা ভারতসহ সব দেশের সাথেই সুসম্পর্ক চাই। তবে এটি হতে হবে সম্মান ও সমতার ভিত্তিতে। আমরা দুই দেশের স্বার্থ রক্ষায় ভারসাম্যমূলক সম্পর্ক গড়ার উপর জোর দিয়েছি।" বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেলাব উপজেলার বিভিন্ন গ্রাম ও রায়পুরা উপজেলায় মতবিনিময় সভায় অংশ নেবেন বলে জানা গেছে।
অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দেশীয় স্থিতিশীলতা নিশ্চিত ও আন্তর্জাতিক সম্পর্ককে সম্মান ও সমতার ভিত্তিতে পরিচালনার প্রতিশ্রুতি দেশের রাজনীতি ও কূটনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
- ট্যাগ সমূহঃ
- ভারতের
- সঙ্গে
- সম্পর্ক চাই
![আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে দু’পক্ষের স্বার্থের ভিত্তিতে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)