ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:২৭:৪৩ পিএম

আমাদের শেয়ারবাজার অনেক সংকুচিত: ডিএসই চেয়ারম্যান

১৮ জানুয়ারি, ২০২৫ | ৩:২২ পিএম

আমাদের শেয়ারবাজার অনেক সংকুচিত: ডিএসই চেয়ারম্যান

ছবি: সংগ্রহ

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিনুল ইসলাম শেয়ারবাজারের উন্নতির জন্য সব স্টেকহোল্ডারদের একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের শেয়ারবাজার অনেক পিছিয়ে পড়লেও বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজার এগিয়েছে।

 

 

তিনি জানিয়েছেন, দেশের শেয়ারবাজারকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যেতে তারা দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফলাফল পেতে কিছুটা সময় লাগবে, যেমন একটি ভবনের ভিত্তি নির্মাণের কাজ যা বাহির থেকে দেখা যায় না, কিন্তু তা সফল ভবন নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

মোমিনুল ইসলাম বলেন, "সবকিছুই বিফলে যাবে, যদি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারি।" এই জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনার মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কিছু ভালো কোম্পানি শেয়ারবাজারে আনার চেষ্টা, নেগেটিভ ইক্যুইটির সমস্যা সমাধান, ট্যাক্স সুবিধা প্রদান এবং ইনসাইডার ট্রেডিং বন্ধ করা।

 

 

তিনি আরও বলেন, বাংলাদেশের শেয়ারবাজারের ভূমিকা প্রত্যাশার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, স্টক এক্সচেঞ্জগুলোও নানা সমস্যায় জর্জরিত, যার মধ্যে নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ, মানবসম্পদের অদক্ষতা ও প্রযুক্তিগত সমস্যা অন্যতম।

 

 

মোমিনুল ইসলাম জানান, ডিমিউচ্যুয়ালাইজেশন আইনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা শেয়ারবাজারের সঠিক উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।

আমাদের শেয়ারবাজার অনেক সংকুচিত: ডিএসই চেয়ারম্যান