ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ জুন, ২০২৪ | ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী কে এই গৌতম আদানি
২ জুন, ২০২৪ | ১০:৫৬ পিএম
![আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী কে এই গৌতম আদানি](https://i.vatbondhu.com/images/original-webp/2024/06/02/20240602225612_original_webp.webp)
ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনীর খেতাব পুনরুদ্ধার করলেন দেশটির আরেক ধনকুবের ও আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী ১১১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি বিশ্বের সেরা ধনীদের তালিকার ১১ নম্বরে অবস্থান করছেন তিনি।
শনিবার (১ জুন) সন্ধ্যা পর্যন্ত ভারতীয় এই ধনকুবেরের সম্পদের পরিমাণ ১১১ বিলিয়ন বা ১১ হাজার ১০০ কোটি ডলারের বিপরীতে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ছিলো ১০ হাজার ৯০০ কোটি ডলার।
এর আগে মার্কিন বিনিয়োগবিষয়ক সংস্থা জেফারিস জানায়, আদানি গ্রুপ নিজেদের ব্যবসার পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে। মার্কিন এ সংস্থার এমন খবরেই আদানির শেয়ারে ইতিবাচক সাড়া দেয়। এতে বিনিয়োগকারীর সম্পদে যুক্ত হয় ১ লাখ ২৩ হাজার কোটি রুপি। ফলে আদানি গ্রুপের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৭ লাখ ৯৪ হাজার কোটি রুপি। যা তাদের ইন্ট্রাডে মোট সম্পদের পরিমাণ ১৭ দশমিক ৯৪ লাখ কোটি রুপিতে বৃদ্ধি করে। এই বিপুল পরিমাণে সম্পত্তি বৃদ্ধির জেরেই ধনীতম ব্যক্তির আসন পাকা করেছেন আদানি।
অন্যদিকে চলতি সপ্তাহের শুরুতে গৌতম আদানি তার গ্রুপের ভবিষ্যৎ সম্পর্কে কিছু আশার কথা ব্যক্ত করেছিলেন। সেই সময়ে তিনি বলেছিলেন, বাজারের নানা ঝড় থেকে ঘুরে দাঁড়ানোয় কোম্পানির সামনে আসছে সেরা সময়। আর সেইসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার মাধ্যমে আদানি গ্রুপ আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে।
২০২১ সালের নভেম্বরে আদানির কাছে শীর্ষ ধনীর সিংহাসন হারিয়েছিলেন আম্বানি। তখনকার হিসাবে জানা যায়, আগের দুই বছরে আদানির সম্পদবৃদ্ধির পরিমাণ ছিল ব্যাপক। পরে ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে বিধ্বস্ত হয়েছিল আদানি সাম্রাজ্য। রাতারাতি বৈশ্বিক ধনী তালিকার চতুর্থ স্থান থেকে সরাসরি ৩০ নম্বরে ছিটকে গিয়েছিলেন এই ধনকুবের। যদিও বড় ধাক্কা কাটিয়ে এক বছরের মধ্যেই আবার ঘুরে দাঁড়ান গৌতম আদানি।
![আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী কে এই গৌতম আদানি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)