ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:২৩:১৩ পিএম

আরও বাজারমুখী হলো ডলারের দাম

১ জানুয়ারি, ২০২৫ | ৯:১৪ এএম

আরও বাজারমুখী হলো ডলারের দাম

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার দাম আরও বাজারভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমোদিত ব্যাংক শাখাগুলো (এডি ব্রাঞ্চ) তাদের গ্রাহক ও ডিলারদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজেরা বৈদেশিক মুদ্রার দাম নির্ধারণ করতে পারবে।

 


আগামী ৫ জানুয়ারি থেকে প্রতিদিন দুইবার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য বাংলাদেশ ব্যাংকে সরবরাহ করতে হবে।

 

এক লাখ ডলারের বেশি লেনদেন: এই ধরনের লেনদেনের তথ্য প্রতিদিন বেলা সাড়ে ১১টার মধ্যে জানাতে হবে। দিনের অন্যান্য লেনদেন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পন্ন হওয়া লেনদেনের তথ্য বিকেল সাড়ে পাঁচটার মধ্যে জমা দিতে হবে।

 


বাংলাদেশ ব্যাংক জানায়, ১২ জানুয়ারি থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রতিদিনের একটি ভিত্তিমূল্য বা রেফারেন্স প্রাইস নির্ধারণ করা হবে। এই মূল্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

 


বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক একটি হস্তক্ষেপমূলক নীতিমালা প্রকাশ করবে। এই নীতিমালা বাজারভিত্তিক দামের সুবিধা নিশ্চিত করতে এবং অস্থিতিশীলতা রোধে কার্যকর ভূমিকা রাখবে।

 


বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বৈদেশিক মুদ্রার বাজারকে আরও স্বচ্ছ ও কার্যকর করার পাশাপাশি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সহায়তা করবে।

 

সম্পাদক এই নীতি বাস্তবায়ন সঠিকভাবে তদারকির মাধ্যমে বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

আরও বাজারমুখী হলো ডলারের দাম