ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৬ জানুয়ারি, ২০২৫ | ৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
আরো ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
১৬ জানুয়ারি, ২০২৫ | ৩:৩৭ পিএম
ছবি: সংগ্রহ
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। পাশাপাশি তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। সম্প্রতি, বিএফআইইউ এ বিষয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে এবং সাত দিনের মধ্যে এসব তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন
চিঠির মধ্যে সাংবাদিকদের স্বামী বা স্ত্রী, পুত্র-কন্যাসহ তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেনের বিবরণীসহ আনুষঙ্গিক তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে, অ্যাসোসিয়েট প্রেসের (এপি) ব্যুরো প্রধান জুলহাস আলম, ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক আলী আসিফ শাওন, জ্যেষ্ঠ সাংবাদিক নাদিম কাদের, ডিবিসি নিউজের সাংবাদিক রাজীব ঘোষ ও তাহমিদা সাদেক জেসি, ডেইলি পিপলস লাইফের সম্পাদক আজিজুল হক ভুঁইয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার খেলাধুলা বিভাগের প্রধান স্বপন বসু, চ্যানেল আইয়ের নীলাদ্রি শেখর কুন্ডু, বাংলা টিভির নজরুল কবীর, গাজী টিভির ইকবাল করিম নিশান, গ্রিন টিভির সাজু রহমান, বাংলাভিশনের সাবেক সাংবাদিক আমিনুর রশিদ। এর আগেও বিএফআইইউ বিভিন্ন সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করেছিল।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, শেয়ারবাজারে লেনদেনকারী প্রতিষ্ঠানগুলিকে দ্রুত তথ্য প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
- ট্যাগ সমূহঃ
- আরো
- সাংবাদিকের
- ব্যাংক
- হিসাব
- তলব