ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
আর্থিক প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ নির্ধারণ
২৭ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫০ এএম
ছবি: সংগ্রহ
আর্থিক প্রতিষ্ঠানের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত ১৮ নভেম্বরের এক অধ্যাদেশের মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করতে অধ্যাদেশ জারি করা হয়েছে।
এ পরিস্থিতিতে উক্ত অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা বা কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
চিঠিতে আরও বলা হয়, ডিএফআইএম সার্কুলার নং-০৪, তারিখ- ২৭ জুন ২০১৩-এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা এতদ্বারা রহিত করা হলো। তবে উক্ত নির্দেশনার আলোকে ইতিপূর্বে গৃহীত কার্যক্রম বৈধ হিসেবে গণ্য হবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। এ-সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছ পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।