ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪১ এএম
অনলাইন সংস্করণ
আলু-পেঁয়াজ-সবজিতে কিছুটা স্বস্তি থাকলেও, অস্বস্তি সয়াবিনে
১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪১ এএম
![আলু-পেঁয়াজ-সবজিতে কিছুটা স্বস্তি থাকলেও, অস্বস্তি সয়াবিনে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/14/20241214093121_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সবজি, আলু, এবং পেঁয়াজের দাম কমতে শুরু করলেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট এখনো কাটেনি। গতকাল শুক্রবার ঢাকার মহাখালী কাঁচাবাজার, তেজগাঁও কলোনি বাজার এবং কারওয়ান বাজার পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় তাদের দাম কমতে শুরু করেছে। বর্তমানে সবজির গড় মূল্য ৪০-৫০ টাকার মধ্যে। শিমের দাম সপ্তাহ দুয়েক আগের ৮০-১০০ টাকা থেকে কমে এখন ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শালগম এবং বেগুনের দামও কমেছে। বর্তমানে শালগম বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায় এবং বেগুন ৪০-৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল যথাক্রমে ৬০ এবং ৮০ টাকার আশপাশে। পেঁয়াজের দাম অর্ধেকে নেমেছে। পেঁয়াজের দাম গত এক-দেড় মাসে উল্লেখযোগ্য হারে কমেছে।
দেশি পেঁয়াজের কেজি ১০৪-১১০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ১৪০-১৫০ টাকা। আমদানি করা পেঁয়াজের দামও কমে ৭৫-৮০ টাকায় নেমেছে। গত বছরের একই সময়ে এই দাম ছিল ২০০-২৪০ টাকা।
ব্যবসায়ীরা জানান, নতুন পেঁয়াজ বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম আরও কমতে পারে। বোতলজাত সয়াবিন তেলের সংকট বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।
খুচরা বাজারে কয়েকটি ব্র্যান্ডের তেল ছাড়া অন্য কোম্পানিগুলোর তেল পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও এক-দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সয়াবিন ।তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হলেও সরবরাহ সংকট কাটেনি।
বাজারে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে সরু নাজিরশাইল চালের দাম কেজিতে ৩-৪ টাকা বাড়ার পর বর্তমানে ৭৫-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল ব্রি-২৮ এবং ব্রি-২৯ এর দাম ১-২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে।
বাজারে শীতকালীন সবজির সরবরাহ এবং পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বোতলজাত সয়াবিন তেলের সংকট এবং চালের দাম বৃদ্ধি ভোক্তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সংশ্লিষ্টরা দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নিতে বাণিজ্য মন্ত্রণালয় ও কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
![আলু-পেঁয়াজ-সবজিতে কিছুটা স্বস্তি থাকলেও, অস্বস্তি সয়াবিনে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)