ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৪ | ৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
আসছে চার ধরনের নতুন নোট, নকশায় থাকবে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’
শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে প্রাথমিকভাবে চারটি নোটের নকশায় পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের নকশা পরিবর্তন করা হবে।
৬ ডিসেম্বর, ২০২৪ | ৮:৩০ পিএম
![আসছে চার ধরনের নতুন নোট, নকশায় থাকবে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/06/20241206121933_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আগামী ছয় মাসের মধ্যে নতুন চার ধরনের নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। এর পরিবর্তে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ 'জুলাই বিপ্লবের গ্রাফিতি'।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার ব্যাংক নোট ছাপানোর কার্যক্রম শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে প্রাথমিকভাবে চারটি নোটের নকশায় পরিবর্তন করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের সব ধরনের ব্যাংক নোটের নকশা পরিবর্তন করা হবে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে চিঠি পাঠায়। তবে নতুন নোট মুদ্রণের বিষয়ে চূড়ান্ত সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি।
এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, নতুন টাকা ছাপার বিষয়টি অনেক দূর এগিয়েছে। আশা করি আগামী ছয় মাসের মধ্যে বাজারে আসতে পারে নতুন টাকা।
![আসছে চার ধরনের নতুন নোট, নকশায় থাকবে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)