ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৫৫:০৪ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৪ | ৯:৪৪ এএম

অনলাইন সংস্করণ

আহত ছাত্রদের চিকিৎসায় ২ কোটি টাকা দিল ব্র্যাক ব্যাংক

১৬ আগস্ট, ২০২৪ | ৯:৪৪ এএম

আহত ছাত্রদের চিকিৎসায় ২ কোটি টাকা দিল ব্র্যাক ব্যাংক

ছবি: সংগ্রহ

সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যাংকটির করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল থেকে ২ কোটি টাকার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ব্যাংকটি। এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালকরাও তাদের এক মাসের সম্মানী দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

 

ছাত্র আন্দোলনে আহতরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্তর্বর্তী সরকার তাদের চিকিৎসার ব্যয় বহন করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কিছু ক্ষেত্রে গুরুতর আঘাতের কারণে আহতদের অনেকেরই জরুরি ওষুধ এবং অন্যান্য সহায়তা প্রয়োজন পড়ছে। এর ফলে তাদের যথাযথ চিকিৎসাসেবা এবং সুস্থতা নিশ্চিত করতে সমাজের স্টেকহোল্ডারদের অংশগ্রহণ ও সহায়তা প্রয়োজন। এ পরিস্থিতিতে পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক।


ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘যারা সমাজে ন্যায় এবং সমতা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, আমরা তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন মনে করি। এ ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করতে গিয়ে আন্দোলনে যারা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সহায়তা করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাক ব্যাংকের এ অর্থ সহায়তা আহতদের চিকিৎসার খরচ মেটাতে ব্যয় হবে।

আহত ছাত্রদের চিকিৎসায় ২ কোটি টাকা দিল ব্র্যাক ব্যাংক