ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ ডিসেম্বর, ২০২৪ | ৭:২০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ই-কমার্সে ১১৫০ কোটি ডলার বাণিজ্যের লক্ষ্যে ইউএই
৮ ডিসেম্বর, ২০২৪ | ৭:২০ এএম
![ই-কমার্সে ১১৫০ কোটি ডলার বাণিজ্যের লক্ষ্যে ইউএই](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/07/20241207165727_original_webp.webp)
ছবি: সংগ্রহ
চলতি বছরের শেষ নাগাদ ই-কমার্স খাতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) লেনদেন ৭০০ কোটি ডলারে পৌঁছবে। এ পূর্বাভাসের পাশাপাশি দুবাই কমারসিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিচ বিটারম্যান জানিয়েছেন, ২০২৯ সালের মধ্যে এ খাতে লেনদেন বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ১৫০ কোটি ডলার। সে লক্ষ্যেই তারা কাজ করছেন। খবর আনাদোলু।
তিনি জানান, এ ইকোসিস্টেমের অধীনে কোম্পানিগুলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সম্ভাব্য গ্রাহক খুঁজে নিতে সাহায্য পেয়ে থাকে। এখানে পরিষেবার বিভিন্ন অংশ পরস্পরের সঙ্গে যুক্ত। এতে ভবিষ্যৎ লক্ষ্য অর্জন সহজ হয়ে আসছে।
মিচ বিটারম্যান বলেন, ‘২০২৪ সালে আমাদের ই-কমার্স লেনদেন দাঁড়াবে ৭০০ কোটি ডলার এবং ২০২৯ সালের মধ্যে এটি ১ হাজার ১৫০ কোটি ডলারে পৌঁছবে। এর মানে হলো আমরা এখন যেখানে আছি তা পরবর্তী পাঁচ বছরে ৫০ শতাংশ বাড়বে। এটা আমাদের জন্য বড় একটি সুযোগ।’
তিনি আরো জানান, দুবাই কমারসিটির সাহায্যে ই-কমার্স কোম্পানিগুলো ব্যবসায়িক সম্প্রসারণের পূর্ণ সুবিধা নিতে পারবে। জ্বালানি তেলনির্ভর একক অর্থনীতি ছেড়ে ইউএই এখন বৈচিত্র্যকরণের পথে হাঁটছে। ই-কমার্সের এ বাড়বাড়ন্ত অবস্থা সংযুক্ত আরব আমিরাতকে অর্থনৈতিক বৈচিত্র্যকরণে সাহায্য করবে।
নিজেদের চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিটারম্যান জানান, দুবাইকে ডিজিটাল বাণিজ্যের একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছেন। যাতে বিদেশী কোম্পানি ও বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিশ্বব্যাপী এ খাতের উন্নয়নে সাহায্য করবে ইউএই।
![ই-কমার্সে ১১৫০ কোটি ডলার বাণিজ্যের লক্ষ্যে ইউএই](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)