ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:০৩:২০ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৪ | ১০:৪৩ এএম

অনলাইন সংস্করণ

ইইউর নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রায় বাধা: ভর্তুকি কমানো নিয়ে অনিশ্চয়তা

১৬ নভেম্বর, ২০২৪ | ১০:৪৩ এএম

ইইউর নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রায় বাধা: ভর্তুকি কমানো নিয়ে অনিশ্চয়তা

ছবি: সংগ্রহীত

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির অন্তত ৩২% নবায়নযোগ্য উৎস থেকে ব্যবহারের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। তবে সদস্য দেশগুলোর ভর্তুকি কমানোর কারণে এ লক্ষ্য অর্জন নিয়ে সংশয় তৈরি হয়েছে। চেক প্রজাতন্ত্রে সৌরবিদ্যুৎ প্রকল্পের ভর্তুকি কমানোয় বিনিয়োগকারীরা সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

 

 

সৌরবিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর প্রস্তাবকে ‘বিপজ্জনক নজির’ হিসেবে উল্লেখ করেছেন সোলার পাওয়ার ইউরোপের প্রধান নির্বাহী ওয়ালবুর্গা হেমেটসবার্গার। তিনি সতর্ক করেছেন, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতের প্রকল্পগুলোকে বাধাগ্রস্ত করবে। এর আগে পোল্যান্ড ও জার্মানি নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকি কমানোর ঘোষণা দিয়েছে।

 

 

চেক সরকার বলছে, করদাতাদের অতিরিক্ত চাপ না দেওয়ার জন্য এবং বাজেট সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইইউ জানিয়েছে, তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

 

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) জানিয়েছে, চেক প্রজাতন্ত্রে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর ধীরগতিতে চলছে। দেশটির ২৫%-এর বেশি জ্বালানি এখনো কয়লা থেকে আসে।

 

 

২০০৫ সালে চালু হওয়া চেক সরকারের সৌর ভর্তুকি প্রকল্পের অধীনে হাজারো পরিবার ও ব্যবসা সৌর প্যানেল স্থাপনে বিনিয়োগ করেছে। প্রতি বছর সরকার এ প্রকল্পে ১০০-১২০ কোটি ইউরো ভর্তুকি সরবরাহ করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য এটি একটি সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে।

 

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রুশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে ইইউ পরিবেশবান্ধব জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। তবে আমলাতান্ত্রিক জটিলতা ও উৎপাদন চ্যালেঞ্জ এ পরিবর্তনকে বাধাগ্রস্ত করছে।

ইইউর নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রায় বাধা: ভর্তুকি কমানো নিয়ে অনিশ্চয়তা