ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৪ | ২:৬ পিএম
অনলাইন সংস্করণ
ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা
২৪ এপ্রিল, ২০২৪ | ২:৬ পিএম
![ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/04/24/20240424140638_original_webp.webp)
ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ব্রিটেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, কয়েক ডজন নৌযান এবং শত শত সাঁজোয়া যান কিভকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
দুদিন আগেই ওয়াশিংটন কিয়েভের জন্য নতুন তহবিলে ৬১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার পোলিশ প্রতিপক্ষ, ডোনাল্ড টাস্কের সাথে আলোচনার জন্য মঙ্গলবার ওয়ারশ ভ্রমণের সময় কিয়েভকে আনুষ্ঠানিকভাবে নতুন সামরিক সাহায্য পরিকল্পনা দেওয়ার কথা ঘোষণা করবেন। এতে ৪০০ টিরও বেশি যানবাহন, ৬০টি নৌকা এবং অপ্রকাশিত সংখ্যক দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইল অন্তর্ভুক্ত থাকবে।
সুনাক দাবি করেছেন, রাশিয়ার নৃশংস উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষা করা আমাদের নিরাপত্তা এবং সমগ্র ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। যদি পুতিনকে এই আগ্রাসনের যুদ্ধে সফল হতে দেওয়া হয়, তবে তিনি পোলিশ সীমান্তে থামবেন না।
অস্ত্রের সর্বশেষ রাউন্ড কিয়েভে লন্ডনের সামরিক সহায়তা এই বছরেই ৩ বিলিয়ন ডলারে নিয়ে আসবে। এতে ১,৬০০টি স্ট্রাইক, এয়ার ডিফেন্স মিসাইল এবং প্রায় ৪ মিলিয়ন রাউন্ড ছোট অস্ত্র গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে।
![ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)