ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ মার্চ, ২০২৫ | ৯:২০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ইউক্রেনের নিরাপত্তায় প্রধান ভূমিকায় থাকবে যুক্তরাজ্য: স্টারমার
৭ মার্চ, ২০২৫ | ৯:২০ এএম

ছবি: সংগ্রহ
ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য প্রধান ভূমিকায় থাকবে বলে মত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এমন বক্তব্য দেন। খবর বিবিসির।
স্টারমার বলেন, আমাদের দেশ, ইউরোপ এবং ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।
এ সময় সাংবাদিকরা ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, সবচেয়ে জরুরি বিষয় হলো, একটি স্থায়ী শান্তি। যা যুদ্ধের অবসান ঘটাবে এবং ইউক্রেনকে নিজেদের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবে।
ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি হলে নিজেরা সেই চুক্তির সুরক্ষা দেব বলেও উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি জানান, সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তা কী হতে পারে- সেই বিষয়ে যুক্তরাজ্যের সরকারকে মনোযোগ দিতে হবে। এই নিরাপত্তা সুরক্ষার বিষয়ে তিনি বলেন, যুক্তরাজ্য এতে নেতৃত্ব দেবে।
তবে তিনি মত দিয়েছেন, এই সবকিছু অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে করতে হবে। কারণ প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে উভয় দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
