ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৪০ পিএম
অনলাইন সংস্করণ
ইএফডি মেশিনে ভ্যাট আদায়ে হোঁচট, জুয়েলারি দোকানে বসানোর উদ্যোগ
৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৪০ পিএম
![ইএফডি মেশিনে ভ্যাট আদায়ে হোঁচট, জুয়েলারি দোকানে বসানোর উদ্যোগ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/08/20250208134120_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়ে দিয়েছে, খুচরা পর্যায়ে ভ্যাট আদায়ে ইলেকট্রনিক্স ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হলেও এক-তৃতীয়াংশ দোকান এখনও এই মেশিন ব্যবহার করছে না। বিভিন্ন উদ্যোগের পরেও ইএফডি মেশিনের কার্যকর ব্যবহার শুরু হয়নি। এরই মধ্যে এনবিআর সিদ্ধান্ত নিয়েছে, অব্যবহৃত এসব মেশিন এখন জুয়েলারি দোকানে বসানো হবে।
২০২৩ সালের ২২ আগস্ট, বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তি অনুযায়ী, ঢাকা এবং চট্টগ্রামে ৯ হাজার ইএফডি মেশিন বসানো হয়। তবে চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি মাত্র ৯ হাজার মেশিন সরবরাহ করলেও, এক বছরের মধ্যে ২০ হাজার মেশিন সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী, ১০০ টাকা ভ্যাটের বিপরীতে জেনেক্স ইনফোসিসকে ৫৩ পয়সা কমিশন দেওয়ার কথা ছিল, কিন্তু মেশিন সরবরাহ না করায় অনলাইনে ভ্যাট আদায়ের উদ্যোগে বিঘ্ন ঘটছে।
এনবিআর সূত্রে জানা গেছে, দোকানদারদের বিক্রির তথ্য সংগ্রহ করে সরাসরি এনবিআর মেশিন থেকে ভ্যাট আদায় করতে পারলেও, অনেক দোকান এখনও মেশিন ব্যবহার করছে না। এর ফলে, কিছু দোকান স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট আদায় ছাড়াই পণ্য বিক্রি করে যাচ্ছে।
চলতি পরিস্থিতিতে, মেশিন সরবরাহ না করায় এবং অনেক দোকানদারের অনীহায় ইএফডি কার্যক্রম সফল হচ্ছে না। রাজধানীর বিভিন্ন দোকানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, অধিকাংশ দোকানদার মেশিন ব্যবহার করতে আগ্রহী নন। কয়েকটি মিষ্টির দোকানেও মেশিন ব্যবহারের প্রতি অনীহা রয়েছে, এবং ক্রেতারাও ভ্যাটসহ রশিদ নিতে আগ্রহী নয়। এর ফলে, ভ্যাট আদায়ের যে উদ্যোগ ছিল তা পুরোপুরি কার্যকর হচ্ছে না।
ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপু জানিয়েছেন, "এনবিআর সব দোকানে মেশিন দিতে পারেনি, এবং যেসব দোকান মেশিন পেয়েছে তারা বাড়তি দামে পণ্য বিক্রি করছে।" তিনি আরও বলেন, "এফডি মেশিন ব্যবহারে দোকানদারদের ট্রেনিং দেওয়া হয়নি, এবং মেশিন ব্যবহারে বাড়তি খরচও দোকানদারদের জন্য অনীহা সৃষ্টি করছে।"
এখন, পরিস্থিতি উন্নত করতে এনবিআর পরিকল্পনা নিয়েছে অব্যবহৃত মেশিনগুলো জুয়েলারি দোকানে বসানোর। এজন্য জুয়েলারি দোকানগুলোকে নিবন্ধনের জন্য আহ্বান জানানো হচ্ছে, যাতে রাজস্ব আদায় বৃদ্ধি করা সম্ভব হয়।
![ইএফডি মেশিনে ভ্যাট আদায়ে হোঁচট, জুয়েলারি দোকানে বসানোর উদ্যোগ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)