ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:১৮:১৭ পিএম

ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে বিটিআরসি

৪ নভেম্বর, ২০২৪ | ৩:২৫ পিএম

ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে বিটিআরসি

ছবি: সংগ্রহ

ডিজিটাল সেবা সম্প্রসারণে ইন্টারনেটের দাম কমাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে ‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় টেলিযোগাযোগ নেটওয়ার্কের গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

 

বিটিআরসি বলেছে, তারা ইন্টারনেটের দাম কমানোর জন্য কাজ করছে। গত বছর থেকে গ্রাহক বিভ্রান্তি কমাতে এবং ডাটা কারসাজি ঠেকাতে বিটিআরসি অপারেটরদের প্যাকেজ সংখ্যা হ্রাস করেছিল। ২০২২ সালে ৩১২টি থেকে প্যাকেজ কমিয়ে ৯৫টিতে আনা হয়, কিন্তু ২০২৩ সালের অক্টোবরে আবারও তিন দিন ও ১৫ দিন মেয়াদ বাদ দিয়ে তা ৪০টিতে নামিয়ে আনা হয়।

 

এখন বিটিআরসি প্যাকেজের মেয়াদ ও সংখ্যার বিধিনিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করছে। বিটিআরসির পরিচালক (এসএস) লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান বলেছেন, "গ্রাহকদের কথা বিবেচনা করে তারাই তাদের পরিকল্পনাটা করুক। গুনগত সেবা ও দামের মাধ্যমে গ্রাহকরাও উপকৃত হবে।"

 

 

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘ইন্টারনেটের দাম পানির দরে হওয়া উচিত। ডিজিটাল সেবা সম্প্রসারণ করতে ইন্টারনেটের দাম কমাতেই হবে, যা নিয়ে কাজ করছে বিটিআরসি। টেলিকম খাতে কাউকে দানব হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘যারা চেষ্টা করবে, প্রয়োজনে পাখা কেটে দেওয়া হবে।’

ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে বিটিআরসি