ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৫৭:০৭ পিএম

ইসরায়েলকে যুদ্ধবিরতি নিয়ে সতর্ক করলো হুথিরা

১৯ জানুয়ারি, ২০২৫ | ১০:০ পিএম

ইসরায়েলকে যুদ্ধবিরতি নিয়ে সতর্ক করলো হুথিরা

ছবি: সংগ্রহ

গাজায় যুদ্ধবিরতি চলাকালীন ইয়েমেনে ইসরায়েলের যে কোনো ধরনের হামলার বিষয়ে সর্তক করেছে দেশটির ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

 

ইসরায়েলকে এসব হামলার জন্য ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। খবর আরব নিউজের।

 

 

বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছে, গাজায় যুদ্ধবিরতি চলাকালীন আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়ানক হবে ভয়াবহ। কোনো ধরনের এলার্ট ছাড়াই ছাড়াই শত্রু বাহিনীর বিরুদ্ধে নির্দিষ্ট সামরিক অভিযানের মাধ্যমে যে কোনো আগ্রাসনের মোকাবিলা করবে হুথি গোষ্ঠী।

 

 

রবিবার সকালে ইসরায়েল-হামাস যুদ্ধের প্রাথমিক ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধের সময় লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। এ সময় তারা ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং রণতরী লক্ষ্য করে ড্রোন এবং ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে বলে জানায়।

 

 

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইরানের প্রতিরোধ অক্ষ-এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

 

 

লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ চলাচলের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযানও চালিয়েছে হুথিরা, যার ফলে এই বাণিজ্য রুটটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ইসরায়েলকে যুদ্ধবিরতি নিয়ে সতর্ক করলো হুথিরা