ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫ | ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ
ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট
১১ জানুয়ারি, ২০২৫ | ১১:১৭ এএম
![ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/11/20250111111637_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ইসলামী ব্যাংক চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে প্রায় ১,১১৪ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে এস আলম গ্রুপের দুই ভাই আহসানুল আলম ও আশরাফুল আলমের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ঘটনায় তাদেরসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, জাল নথি ও ভুয়া কোম্পানি দেখিয়ে ইউনাইটেড সুপার ট্রেডার্সসহ কয়েকটি প্রতিষ্ঠানের নামে এই বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। আহসানুল আলম ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার ভাই আশরাফুল আলম ভুয়া প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস লিমিটেডের মালিক।
দুদক জানায়, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত জুবিলি রোড শাখা থেকে ১,১১৩ কোটি টাকা ঋণ দেয়া হয়। এর মধ্যে প্রায় ৯৯৫ বার উত্তোলনের মাধ্যমে এই অর্থ লুটপাট করা হয়। ব্যাংকিং নীতিমালা ও শরিয়াহ নিয়ম লঙ্ঘন করে এই জালিয়াতি সংঘটিত হয়। অন্যদিকে, ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভুয়া নথির মাধ্যমে ১৩ কোটি টাকার বেশি ঋণ পরিশোধ দেখানো হয়।
জুবিলি রোডের পাশাপাশি চাকতাই ও খাতুনগঞ্জ শাখা থেকেও ধাপে ধাপে ৩,৩০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই তিনটি শাখা থেকে তিনটি প্রতিষ্ঠানের নামে ঋণ দেয়া হয়।
দুদক প্রধান কার্যালয়ে উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমানের দায়ের করা মামলায় ৫৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার প্রধান আসামি এস আলম গ্রুপের দুই ভাই।
দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন বলেন, ইসলামী ব্যাংকের দুর্নীতির ঘটনায় আরও অনুসন্ধান চলছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এই দুর্নীতির ঘটনায় দেশের ব্যাংকিং খাতের আস্থা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
![ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৪ কোটি টাকা লুটপাট](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)