ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৫ | ৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
উত্তর প্রদেশে মন্দিরের বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়েছেন ইসকনকর্মী
৬ জানুয়ারি, ২০২৫ | ৮:৩০ পিএম
![উত্তর প্রদেশে মন্দিরের বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়েছেন ইসকনকর্মী](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/06/20250106154258_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ভারতের উত্তর প্রদেশে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসের (ইসকন) মুরলিধর দাস নামের এক কর্মচারী মন্দির থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে ভক্তদের দান করা অর্থ সংগ্রহের জন্য রাখা একটি রসিদ বই নিয়েও ভেগেছেন তিনি।
রাজ্যের মথুরার এই ঘটনায় ওই ইসকনকর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, এক ইসকন মন্দিরের কর্মচারী ভক্তদের দান করা অর্থ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত একটি রসিদ বইসহ লাখ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।
এই ঘটনায় পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার বলেছেন, শুক্রবার গভীর রাতে মন্দিরের প্রধান অর্থ কর্মকর্তা বিশ্ব নাম দাস একটি এফআইআর দায়ের করেছেন। গত ২৭ ডিসেম্বর এসএসপি শৈলেশ কুমার পান্ডের কাছে কথিত চুরির কথা জানিয়ে একটি আবেদন জানিয়েছিলেন বিশ্ব নাম দাস। প্রাথমিক তদন্তের পরে এফআইআর দায়ের করা হয়েছে।
মন্দিরের পিআরও রবি লোচন দাস বলেন, অভিযুক্ত মুরলিধর দাসের কাজ ছিল দান করা টাকা সংগ্রহ করা এবং সময়ে সময়ে মন্দির কর্তৃপক্ষের কাছে সেসব টাকা জমা করা। তিনি বলেন, যাচাই-বাছাইয়ের পর জানা যাবে ঠিক কত টাকা তিনি মন্দিরে জমা রেখেছেন।
![উত্তর প্রদেশে মন্দিরের বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়েছেন ইসকনকর্মী](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)