ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৩৪:২১ এএম

উন্নয়ন বাজেটের আকার আরও ছোট হবে

২৬ নভেম্বর, ২০২৪ | ৭:৩০ পিএম

উন্নয়ন বাজেটের আকার আরও ছোট হবে

ছবি: সংগ্রহ

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ জানিয়েছেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী, উন্নয়ন বাজেট আরো ছোট করা হবে। তিনি বলেন, "আমাদের এসেই অনেক প্রকল্প বাদ দিতে হয়েছে, যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া হয়েছিল এবং অপ্রয়োজনীয় ছিল।" পরিকল্পনা উপদেষ্টা এসব প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন এবং বলেছেন, "এখন থেকে যে কোনো প্রকল্পের বাস্তবায়নে অনিয়মের জন্য কড়া নজরদারি রাখা হবে।"

 

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, "এডিপির বাস্তবায়ন হার খুব কম, চলতি অর্থবছরের প্রথম চার মাসে মাত্র ৮ শতাংশ বাস্তবায়ন হয়েছে।"

 

ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ জানান, "বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি স্থবির, এবং পণ্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।" তিনি উল্লেখ করেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বেসরকারি খাতে বিনিয়োগে স্থবিরতা সৃষ্টি হয়েছে। "এই অবস্থায় যদি পরিস্থিতি চলতে থাকে, তবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হতে পারে।"

 

এছাড়া, তিনি মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের পরিচালকের দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, "সরকার পরিবর্তনের পর মাতারবাড়ী প্রকল্পের পরিচালক অনেক সরকারি জিনিসপত্র বিক্রি করে পালিয়ে গেছেন।"

 

একনেক সভায় পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে, যার বাস্তবায়নে প্রায় ৬ হাজার কোটি টাকা খরচ হবে। এই প্রকল্পগুলোতে সরকারি, বৈদেশিক এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে। অনুমোদিত প্রকল্পগুলো হলো:

 

  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 'পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন' প্রকল্প
  • শিক্ষা মন্ত্রণালয়ের 'ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ এন্টারপ্রেনারশিপ' প্রকল্প
  • নৌপরিবহন মন্ত্রণালয়ের 'মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা' প্রকল্প
  • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 'চট্টগ্রাম পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প'
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 'ইমার্জেন্সি মাল্টি-সেকটর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট' (দ্বিতীয় সংশোধিত)

 

অবশ্যই, বর্তমানে সরকারীয় উদ্যোগে অনেক প্রকল্প কেটেছে, কিন্তু সঠিক যাচাই-বাছাই ও প্রয়োজনীয়তা যাচাইয়ের পর এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা হচ্ছে, বলে জানান ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ।

উন্নয়ন বাজেটের আকার আরও ছোট হবে