ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৫০:৪৫ এএম

একনেকে উঠছে ১০ প্রকল্প

৯ মে, ২০২৪ | ১০:৮ এএম

একনেকে উঠছে ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প উপস্থাপনের জন্য প্রস্তুত করেছে পরিকল্পনা কমিশন। এ ছাড়া আগে অনুমোদন পাওয়া বেশ কয়েকটি প্রকল্প একনেক সভার অবগতির জন্যও উপস্থাপন করা হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া এ সভা চলতি অর্থবছরে সরকারের ৯ম সভা।

 

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভায় আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের তিনটি প্রকল্প উপস্থাপন করা হবে। এগুলোর মধ্যে রয়েছে ক্যাপাসিটি বিল্ডিং অব স্ট্যাটিসটিকস সার্ভিস বেসড অন প্ল্যাটফর্ম। এ প্রকল্প বাস্তবায়ন করবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও মৌলিক অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। এ ছাড়া চায়না এইড প্রজেক্ট অব বার্ন ইউনিট অব চিটাগং মেডিকেল কলেজ হসপিটাল ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্যসেবা বিভাগ।

 

একনেক সভায় পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দুটি প্রকল্প উঠবে। এগুলো হলো-গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প : পিরোজপুর ও ঝালকাঠি জেলা এবং বরিশাল জোলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প। এ দুটি প্রকল্পই স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করবে।

 

শিল্প ও শক্তি বিভাগের দুটি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে একনেকে। এগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রাম ফর সাসটেইনেবিলিটি ইন দ্য টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর (স্টিল)। এটি বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়। ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস এ রূপান্তকরণ (প্রথম সংশোধিত) প্রকল্পটি বাস্তবায়ন করছে শিল্প মন্ত্রণালয়।

 

ভৌত অবকাঠামো বিভাগের তিনটি প্রকল্প উঠছে একনেক সভায়। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা জেলায় বিদ্যমান সার্কিট হাউস ভবনের স্থলে নতুন অত্যাধুনিক সার্কিট হাউস ভবন নির্মাণ। এ প্রকল্প বাস্তবায়ন করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্ডার গার্ড বাংলাদেশের নবসৃজিত গাজীপুর (৬৩ বিজিবি) ব্যাটালিয়নের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে জননিরাপত্তা বিভাগ এবং আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি): ডিডিএম অংশ (তৃতীয় সংশোধিত) প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

 

এ ছাড়া একনেকে অবগতির জন্য বেশ কয়েকটি প্রকল্প উপস্থাপন করা হবে। যেগুলো ইতিমধ্যে পরিকল্পনামন্ত্রী তার নিজস্ব ক্ষমতাবলে অনুমোদন দিয়েছেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ‘তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-এ তে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্ট্রেনথেনিং দ্য ক্যাপাসিটি অব ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে বিভিন্ন রাস্তায় সড়ক বাতি স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প। একসিলেটিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন অব স্ম্যালহোল্ডার ফার্মারস দো স্ট্রং প্রডিউসারস অর্গানাইজেশন (একসেস) প্রকল্প।

একনেকে উঠছে ১০ প্রকল্প