ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৪ | ১:৫ পিএম
অনলাইন সংস্করণ
একীভূত হচ্ছে না এক্সিম ও পদ্মা ব্যাংক
২৪ ডিসেম্বর, ২০২৪ | ১:৫ পিএম
![একীভূত হচ্ছে না এক্সিম ও পদ্মা ব্যাংক](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/24/20241224114628_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বেসরকারি খাতের এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একীভূত হচ্ছে না বলে ঘোষণা দিয়েছে এক্সিম ব্যাংক। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক ঘোষণায় এ বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একীভূতকরণের বিষয়টি গত মার্চে ঘোষিত হয়েছিল, তবে এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে এক্সিম ব্যাংক। গত সোমবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই একীভূতকরণ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের ১৪ মার্চ এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ পদ্মা ব্যাংক লিমিটেডকে অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। এর পর ১৮ মার্চ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মক সই হয়। সেই সময় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জানিয়ে ছিলেন, পদ্মা ব্যাংকের যেকোনো আমানতকারী সহজেই এক্সিম ব্যাংক থেকে তাদের টাকা তুলতে পারবেন। এছাড়া, পদ্মা ব্যাংকের কোনো কর্মকর্তা চাকরি হারাবেন না বলেও আশ্বস্ত করা হয়েছিল।
তবে এক্সিম ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করে পদ্মা ব্যাংককে একীভূত না করার সিদ্ধান্ত নেয়। এই একীভূতকরণ প্রক্রিয়া বাতিল হওয়ার কারণে ব্যাংক খাতে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। বিশেষ করে পদ্মা ব্যাংকটির অনিয়ম ও খেলাপি ঋণের কারণে এর গতিশীলতা কিছুটা কমে গেছে।
পদ্মা ব্যাংক ২০১৩ সালে 'দ্য ফারমার্স ব্যাংক' হিসেবে যাত্রা শুরু করেছিল। তবে ব্যাংকটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা অনিয়মে জর্জরিত ছিল। ২০১৭ সালে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চৌধুরী নাফিজ সরাফাত। ২০১৮ সালের প্রথম দিকে ব্যাংকটির সংকট গভীর হয়ে উঠলে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয়।
সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সহায়তায় ব্যাংকটির মূলধন পুনর্গঠন করতে প্রায় ৭১৫ কোটি টাকা জমা দেয়। এছাড়া, প্রায় ১ হাজার কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সহায়তায় পদ্মা ব্যাংকে বিনিয়োগ করা হয়। তবে, খেলাপি ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটির মূলধন পুনর্গঠন সম্ভব হয়নি।
এখন এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের একীভূতকরণ বাতিল হওয়ার পর ব্যাংকটির ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে অনেক আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পদ্মা ব্যাংককে আরও সংস্কারের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যেতে হতে পারে, তবে ব্যাংকটির শুদ্ধিকরণ ও খেলাপি ঋণ আদায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
ব্যাংক খাতে দৃষ্টি
এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের একীভূতকরণ বাতিলের পর দেশে ব্যাংক খাতে নতুন কোনো পরিবর্তন বা মেজর সিদ্ধান্তের প্রত্যাশা বাড়তে পারে। তবে এ সময় শেয়ার বাজারের প্রতিক্রিয়া পরবর্তী সময়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে।
![একীভূত হচ্ছে না এক্সিম ও পদ্মা ব্যাংক](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)