ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ জানুয়ারি, ২০২৫ | ৩:৫ পিএম
অনলাইন সংস্করণ
একুশে বই মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
৩০ জানুয়ারি, ২০২৫ | ৩:৫ পিএম
ছবি: সংগ্রহ
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫, যার মূল প্রতিপাদ্য হবে "জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ"। এই উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
অধ্যাপক আজম বলেন, "১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।" তিনি আরও বলেন, “জ্ঞানভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বই এবং বইমেলা সহায়ক ভূমিকা পালন করবে। আমরা আশা করি, এবারের মেলা সকল সম্ভাবনায় আলোকিত হবে এবং আমাদের প্রাণের বইমেলা হিসেবে নতুন মাত্রা যোগ করবে।”
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন জানান, মেলা ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনগুলোতে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, তবে ৮ ও ১৫ ফেব্রুয়ারি মেলা বন্ধ থাকবে। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
এবারের বইমেলা হবে জ্ঞান-বিজ্ঞানে ভরপুর এবং বইপ্রেমীদের জন্য একটি বিশাল আয়োজন, যেখানে নতুন বই ও লেখকদের উপস্থিতি সকলের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হবে।
- ট্যাগ সমূহঃ
- একুশে
- বই মেলা
- উদ্বোধন
- প্রধান উপদেষ্টা