ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৪১:৩৩ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৫২ পিএম

অনলাইন সংস্করণ

এখনও গরীবের টাকায় পূর্ণ হচ্ছে এনবিআরের কোষাগার : এনবিআর চেয়ারম্যান

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ২:৫২ পিএম

এখনও গরীবের টাকায় পূর্ণ হচ্ছে এনবিআরের কোষাগার :   এনবিআর চেয়ারম্যান

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, দেশের কোষাগার এখনও গরীবের টাকায় পূর্ণ হচ্ছে, কারণ ধনীদের ট্যাক্স আদায় কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। তিনি রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান' শীর্ষক নীতি সম্মেলনে এ মন্তব্য করেন।

 

 

এনবিআর চেয়ারম্যান বলেন, "ধনীদের ট্যাক্স আদায় করতে আমরা সফল হতে পারিনি, ফলে আমাদের কোষাগার এখনও গরীবদের টাকায় পূর্ণ হচ্ছে।"

 

 

এ সময়, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "বাজার নিয়ন্ত্রণে আনতে হলে রাজনীতিবিদদের সৎ উপার্জনের পথ তৈরি করতে হবে এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে।" তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ব্যবসায়ীদের লোভ কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বাজারে লোক দেখানো মনিটরিং বন্ধ করতে হবে।"

 

 

এ সম্মেলনে বিভিন্ন বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যারা বাজার তত্ত্বাবধানের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

 

এখনও গরীবের টাকায় পূর্ণ হচ্ছে এনবিআরের কোষাগার :   এনবিআর চেয়ারম্যান