ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:২০:১১ পিএম

এনবিআর পুনর্গঠনের সুপারিশ টাস্কফোর্স কমিটির

৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫০ এএম

এনবিআর পুনর্গঠনের সুপারিশ টাস্কফোর্স কমিটির

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠনের জন্য টাস্কফোর্স কমিটি নানা সুপারিশ করেছে। কমিটির মতে, এনবিআরকে শুধু রাজস্ব সংগ্রহের দিকে সীমাবদ্ধ না রেখে, প্রতিষ্ঠানটির মাধ্যমে উদ্ভাবন ও নতুন চিন্তা-ধারা প্রবর্তনকেও উৎসাহিত করা উচিত।

 

 

৩ ফেব্রুয়ারি, সোমবার, 'বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নিধারণ' শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ জানানো হয়। এতে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিআইডিএসের সাবেক মহাপরিচালক এবং টাস্কফোর্সের প্রধান কে এ এস মুরশিদসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

 

 

এনবিআর পুনর্গঠনের ক্ষেত্রে, টাস্কফোর্সের সুপারিশে বলা হয়েছে, একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন তদারকি কমিটি গঠন করতে হবে, যেখানে বেসরকারি খাত, সুশীল সমাজ এবং সরকারের প্রতিনিধিত্ব থাকবে। এনবিআরের সুনির্দিষ্ট নীতি এবং কার্যক্রমের মধ্যে যেসব অসংগতি রয়েছে, তা সরানোর জন্য প্রধান উপদেষ্টাকে সুপারিশ করা উচিত।

 

 

এনবিআরের পুনর্গঠনের প্রক্রিয়ায় নতুন নীতিমালা উদ্ভাবনের পাশাপাশি, বাংলাদেশ গার্মেন্টস শিল্পের বিকাশের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যেগুলোর মধ্যে ব্যাক-টু-ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যারহাউস সিস্টেম এর মতো উদ্ভাবন অন্তর্ভুক্ত। এই ধরনের উদ্ভাবন এনবিআরের কার্যক্রমে আরও বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে।

 

 

টাস্কফোর্সের প্রতিবেদনে আরও নানা খাতে সুপারিশ করা হয়েছে, যেমন- অর্থনীতি, ব্যাংকিং, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক সুরক্ষা। এ সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রণালয়গুলিকে অন্তত একটি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্ধারিত সুপারিশটি বাস্তবায়ন করা হবে।

 

 

এদিকে, বিআইডিএসের গবেষণা পরিচালক মঞ্জুর আহমেদ এবং বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুরও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

 

 

এনবিআরের পুনর্গঠন এবং অন্যান্য খাতে সুপারিশ বাস্তবায়ন হলে বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উদ্ভাবন আরো বাড়বে, এমনটাই আশা করা হচ্ছে।

এনবিআর পুনর্গঠনের সুপারিশ টাস্কফোর্স কমিটির