ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:০ পিএম
অনলাইন সংস্করণ
এবার ইলন মাস্ক ও জাকারবার্গের পর সবচেয়ে বেশি সম্পদ অর্জন করেছেন যিনি
১৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:০ পিএম
ছবি: সংগ্রহ
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত এআই চিপ প্রযুক্তির ক্ষেত্রে প্রায় বিশ্বজুড়ে ৯০ ভাগ বাজার দখল করে রেখেছে এনভিডিয়া। এই সাফল্য কোম্পানিটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত করেছে। এ ক্ষেত্রে এনভিডিয়ার আগে রয়েছে শুধু অ্যাপল ও মাইক্রোসফট।
এনভিডিয়ার সাফল্য সরাসরি এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংয়ের সম্পদ বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স জানিয়েছে, ২০২৪ সালে হুয়াংয়ের সম্পদ ৭৬ বিলিয়ন ডলার বেড়ে মোট ১১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
২০২৪ সালের অক্টোবরে এনভিডিয়ার বাজার মূল্যে ৩.৫৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছে। সে সময় অল্প সময়ের জন্য এটি অ্যাপল কোম্পানিকেও টপকে গিয়েছিল। ওই মাসেই এনভিডিয়ার শেয়ারমূল্য ১৮ শতাংশ বৃদ্ধি পায়। মূলত তাদের এআই চিপের ব্যাপক চাহিদা এবং ওপেনএআই-এর ৬.৬ বিলিয়ন ডলারের ফান্ডিং ঘোষণার প্রভাবেই কোম্পানিটির শেয়ারমূল্য দ্রুত বেড়েছিল।
এই বছর হুয়াংয়ের ৭৬ বিলিয়ন ডলারের সম্পদ বাড়লেও, ইলন মাস্কের সম্পদ সবচেয়ে বেশি ২২৬ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৪৫৫ বিলিয়ন ডলার। অন্যদিকে আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জাকারবার্গ অর্জন করেছেন ৯১ বিলিয়ন ডলার। জাকারবার্গের মোট সম্পদ দাঁড়িয়েছে এখন ২১৯ বিলিয়ন ডলার।
১৯৯৩ সালে জেনসেন হুয়াং, ক্রিস মালাকোভস্কি এবং কার্টিস প্রিয়েম এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি এআই প্রযুক্তির নেতৃত্বস্থানীয় শক্তিতে পরিণত হয়েছে। সেমিকন্ডাক্টর এবং এআই প্রযুক্তির ক্ষেত্রে তাদের নেতৃত্ব আগামী দিনের বৈশ্বিক প্রযুক্তির ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।
এআই সমাধানের চাহিদা দ্রুত বাড়তে থাকায় এনভিডিয়ার প্রবৃদ্ধির গতি জেনসেন হুয়াংয়ের দক্ষ নেতৃত্বে থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
বিশ্ব যখন মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপ-মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর ভূমিকার দিকে মনোযোগী, তখন ভারত তার ‘অ্যাক্ট ইস্ট’ নীতির আওতায় পূর্ব এশিয়ার দিকে নজর দিয়েছে এবং এই অঞ্চলে সক্রিয় ভূমিকা পালন করছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি, কোরীয় উপদ্বীপে—বিশেষ করে..
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ব্যাংকে ঢুকে পাঁচ নারীকে হত্যা করার জন্য জেফেন জেভারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৭ বছর বয়সী জেভারের মৃত্যুদণ্ড ঘোষণার সময় হাইল্যান্ডস কাউন্টি কোর্টের বিচারক অ্যাঞ্জেলা কাউডেন বলেন, ‘ঈশ্বর আপনার আত্মার প্রতি সদয় হোন।’ যুবক, নারী, হত্যাকারী, মৃত্যুদণ্ড, রায়, বিচার, সিরিয়া
রুশ তদন্ত কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ১২ মিনিটে একটি আবাসিক ভবনের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে। স্কুটারে লুকানো বোমা বিস্ফোরিত হলে আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে যায়। রিয়া নভোস্তি নামে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল।
লন্ডনের আদালতে চলবে মালয়েশিয়ায় ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকদের মামলা
বাংলাদেশ ও নেপালের ২৪ জন শ্রমিককে জোরপূর্বক শ্রমের অভিযোগে ব্রিটিশ ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাইসনের বিরুদ্ধে ২০২২ সালে মালয়েশিয়ায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) যুক্তরাজ্যের আপিল আদালত রায় দিয়েছে মামলাটি লন্ডনে চলতে পারবে।
- ট্যাগ সমূহঃ
- সম্পদ অর্জন
- করেছেন যিনি