ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৩১:৩০ এএম

এবার ক্রেডিট রেটিং কমালো বাংলাদেশের

৩১ জুলাই, ২০২৪ | ৭:০ পিএম

এবার ক্রেডিট রেটিং কমালো বাংলাদেশের

ছবি: সংগ্রহ

প্রচলিত নিয়মে একটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ আরও কিছু বিষয়ে পর্যবেক্ষণের ভিত্তিতে ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়। আর এ ক্রেডিট রেটিং নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি সংস্থা কাজ করে। এর মধ্যে রয়েছে মুডিস, এসঅ্যান্ডপি গ্লোবাল।

 

বাংলাদেশের মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমতে থাকার ফলে বাংলাদেশের রেটিং কমিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল। কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশজুড়ে ব্যাপক সহিংসতা, পরবর্তী সময়ে কারফিউ জারির পর ক্রেডিট রেটিং কমানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি। গতকাল ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের ক্রেডিট রেটিং বিবি মাইনাস থেকে বি প্লাসে নামিয়ে আনা হয়েছে।

 

অর্থবিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, রেটিং কমানো বাংলাদেশের জন্য তেমন ক্ষতিকর না হলেও, এটি একধরনের স্কোর। বলা যায় গ্রেড, যা সম্ভাব্য ঋণগ্রহীতাকে দেওয়া হয়। ঋণগ্রহীতার ঋণ পরিশোধের সম্ভাবনা কতটা তা নির্দেশ করে এ রেটিং। মূলত ঋণগ্রহীতার কত অর্থ, সম্পত্তি ও ঋণ রয়েছে। এ ছাড়াও ঋণ পরিশোধের ইতিহাস কেমন তার ওপর ভিত্তি করে ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়। এখানে আশাহত করার মতো কিছু নেই।



গত মে মাসে বাংলাদেশের ক্রেডিট রেটিং কমিয়েছিল আরেক মার্কিন সংস্থা ‘ফিচ’।

এবার ক্রেডিট রেটিং কমালো বাংলাদেশের