ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:০৪:৪৮ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩১ এএম

অনলাইন সংস্করণ

এবারের বাণিজ্য মেলায় বিক্রি ৫০ ভাগ বেড়েছে বলে ধারণা বানিজ্য উপদেষ্টার

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩১ এএম

এবারের বাণিজ্য মেলায় বিক্রি ৫০ ভাগ বেড়েছে বলে ধারণা  বানিজ্য উপদেষ্টার

ছবি: সংগ্রহ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, গত বছরের তুলনায় এবারের মেলায় পণ্য বিক্রি ৫০ শতাংশ বেড়েছে। তিনি বলেন, "এবার ভ্যাট কালেকশন সাড়ে তিন কোটি টাকা হয়েছে, যা গত বছর থেকে ৫০ শতাংশ বেশি। ধারণা করা যায়, এবারের মেলায় বেচাকেনা গত বছরের তুলনায় ৫০% বেড়েছে।"

 

 

২০২৪ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ৪০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, এবং ৩ কোটি ৫৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানির আদেশ এসেছে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩৯২ কোটি টাকার সমান। তবে, রপ্তানি আদেশের সম্ভাবনা সম্পর্কে তিনি জানান, মেলা থেকে তেমন কোনো রপ্তানি আদেশ আসার সম্ভাবনা নেই, তবে প্রথমবারের মতো 'সোর্সিং কর্নার' স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ তৈরির প্রচেষ্টা করা হয়েছে।

 

 

মেলা সম্পর্কে আরও মন্তব্য করে বশিরউদ্দীন বলেন, "এটা আন্তর্জাতিক মেলা হলেও, বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা কম। কারণ, এক মাসব্যাপী মেলায় বিদেশি প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণ করা সহজ নয় এবং অনেক ব্যয়বহুল।" তিনি আরও বলেন, বাংলাদেশে গার্মেন্টসসহ বিশেষায়িত পণ্যের জন্য আলাদা মেলা অনুষ্ঠিত হয়, যেখানে আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতারা অংশ নেন।

 

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বশিরউদ্দীন বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, "আমাদের স্থানীয় আমদানি নীতি আরও উদার করতে হবে এবং পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়াতে হবে। তা না হলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হবে।"

 

 

তিনি সার্বিকভাবে এবারের মেলার পরিবেশকে সুশৃঙ্খল বলে মন্তব্য করেছেন এবং ভবিষ্যতে আরও সুশৃঙ্খল ও সুচারু মেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

এবারের বাণিজ্য মেলায় বিক্রি ৫০ ভাগ বেড়েছে বলে ধারণা  বানিজ্য উপদেষ্টার